মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৭:৩৭ অপরাহ্ন

নওগাঁ-১ আসনটি ধরে রাখতে ওয়াডে ওয়াডে মহিলা আ’লীগের কর্মী সভা

গোলাপ খন্দকার সাপাহার(নওগাঁ)প্রতিনিধি:: মাননীয় জাতীয় সংসদ সদস্য বাবু সাধন চন্দ্র মজুমদারের পক্ষে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-১ (সাপাহার-পোরশা-নিয়ামতপুর) আসনটি ধরে রাখতে নিরলস ভাবে ওয়াডে ওয়াডে কাজ করে চলেছে সাপাহার উপজেলা মহিলা আওয়ামীলীগ।

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সারাদেশে উন্নয়নের অগ্রগতি অব্যাহত রাখতে হলে, সকলকে ঐক্যবদ্ধ থেকে আবারো নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। মহিলা আওয়ামী লীগের আয়োজনে প্রতিটি ওয়াডে ওয়াডে কর্মী সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে বক্তব্য রেখে চলেছে সাপাহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ্ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাজেদুল আলম, জেলা পরিষদ সদস্য মন্মথ সাহা, সাধারণ সম্পাদক শাজাহান হোসেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাইমা বেগম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসফাত জেরিন মিনা, যুব-মহিলালীগের ময়না, সুমাইয়া প্রমুখ।

প্রতিটি ওয়াডে ওয়াডে উপজেলার সকল নেতা-কর্মীদের সাথে নিয়ে জনগণের পাশে গিয়ে কর্মী সভা গুলো করে আসতেছে মহিলা লীগের নেতা-নেত্রীরা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com