মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৮:৩৫ পূর্বাহ্ন

নওগাঁয় পুলিশের গাড়িতে আগুন, বেশ কয়েকজন গুলিবিদ্ধ

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলা উপজেলার একটি ভোটকেন্দ্র থেকে ব্যালট বাক্স নিয়ে যাওয়ার সময় পুলিশ-সমর্থকদের সংঘর্ষে এক শিশুসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছে।

বুধবার (৫ জানুয়ারি) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ভোট গণনা শেষে পত্নীতলা উপজেলার ঘোষনগর কেন্দ্র থেকে ব্যালট বাক্স নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় কমলাবাড়ি নামক এলকায় সড়কে ব্যারিকেড দেয় স্থানীয় ঘোড়া মার্কার সমর্থকরা। হামলা চালানো হয় পুলিশের গাড়িতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি ছোড়ে পুলিশ। এতে বেশ কয়েকজন আহত হয়। এক পর্যায়ে পুলিশের গাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। পুলিশ সুপার আরও জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com