মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ১১:০৯ অপরাহ্ন

নওগাঁর আত্রাই-রানীনগরে এমপি ইসরাফিল আলমের মোটরসাইকেল শোডাউন

নওগাঁ প্রতিনিধি॥ নওগাঁর আত্রাইয়ে-রাণীনগরে নৌকার পক্ষে এমপি ইসরাফিল আলম এর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে আত্রাই উপজেলার শাহাগোলা বাজার হতে এ শোডাউন শুরু হয়ে নির্বাচনী এলাকা নওগাঁ-৬ এর আত্রাই- রানীনগর উপজেলার বিভিন্ন সড়ক পদক্ষিন করে পুনরাই আত্রাই বাজারে গিয়ে শেষ হয়। শোভাযাত্রাই নেতৃত্ব দেয় নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনের সংসদ সদস্য ও নওগাঁ জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ইসরাফিল আলম।

তিনি রাস্তার বিভিন্ন মোড়ে থেমে থেমে পথ শোভা করেন এবং বর্তমান সরকারের গণতন্ত্র, নিরাপত্তা, শান্তি, উন্নয়ন ও সফলতাসহ নানা কর্মকান্ডের কথা তুলে ধরে দেশের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগকে আবারো বিজয়ী করতে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান, আত্রাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, প্রচার সম্পাদক ও পাঁচুপুর ইউপি চেয়ারম্যান আফছার আলী প্রামানিক, যুব লীগ সভাপতি শেখ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আমিনূল ইসলাম, উপজেলা ছাত্র লীগ সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম চঞ্চল, উপজেলা জাতীয় শ্রমিক লীগ সভাপতি আব্দু সালাম কালু, সাধারণ সম্পদ সরদার সোয়েব, বিশা ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্লা, কালিকাপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক নাজমূল হক নাদিম, রানীনগর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বারিক মোল্লা, সাধারন সম্পাদক মফিজ উদ্দীন প্রামানিক, যুবলীগের সভাপতি সিরাজুল ইসলাম চাঁন, ছাত্রলীগের সভাপতি রোকনুজ্জামান মোহন, সেচ্ছাসেবকলীগের সভাপতি ফরহাদ হোসেন, আওয়ামীলীগ নেতা মাসুদ পারভেজ, আনোয়ার হোসেন, ছাত্রলীগ নেতা নয়ন, রাঙ্গা প্রমূখ।

শোডাউনে প্রায় তিন হাজার মোটরসাইকেল, মিনিট্রাক, মাইক্রো, ভটভটি সহ দুই উপজেলার বিভিন্ন পর্যায়ের প্রায় ১০ হাজার নেতাকর্মী অংশ গ্রহন করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com