মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৪:৪২ অপরাহ্ন

নওগাঁর আত্রাইয়ে ৪৭তম জাতীয় সমবায় দিবস পালিত

নওগাঁ প্রতিনিধি॥

“সমবায় ভিত্তিক সমাজ গড়ি, টেকসই উন্নয়ন নিশ্চিত করি”- এ প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে নানা আয়োজনে ৪৭তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের যৌথ উদ্যেগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

আজ রোববার (২৫ নভেম্বর) সকালে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা ও জাতীয় সমবায় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসের যাত্রা শুরু হয়। সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সোভা যাত্রা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছানাউল ইসলামের নেতৃত্বে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদর্ক্ষিণ শেষে উপজেলা অডিটরিয়াম হল রুমে গিয়ে শেষ হয় হয়।

পরে উপজেলা অডিটরিয়াম হল রুমে আত্রাই উপজেলা ইউসিসি লিঃ সভাপতি ফজলেরাব্বী জুয়েল এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছানাউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান। সভায় স্বাগত বক্তব্য রাখেন এস এম নিজাম উদ্দিন আহম্মেদ। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান শেখ একরামূল বারী রঞ্জু, নওগাঁ জেলা পরিষদ সদস্য এমএ মজিদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কেএম কাওছার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার ফজূলল হক, বীর মুক্তি যোদ্ধা নীরেন্দ্র নাথ দাশ, বীর মুক্তি যোদ্ধা আফিল উদ্দিন, ভবানীপুর মহিলা সমবায়ী সমিতি লিঃ সভাপতি শামছুন্নাহার রনি, আস্থা শিশু ও মহিলা সমবায় সমিতি লি: আত্রাই, সভাপতি রওশন আরা পারভীন শিলা, সাহেবগঞ্জ সমবায় সমিতি লিঃ সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল, বামনী গ্রাম মৎস্য জীবি সমবায় সমিতি লিঃ সভাপতি শ্রী অজিত কুমার হালদার, খলিফা পাড়া সমবায় সমিতির সভাপতি লুৎফর রহমান, কাশিয়া বাড়ি সমবায় সমিতি লিঃ শফি উদ্দন’ সাহেবগঞ্জ আলোর ছোঁয়া সমবায় সমিতি লিঃ সভাপতি রতন প্রামানিক, আত্রাই উপজেলা সমবায় কার্যালয়ের অফিস সহকারী জাকির হোসেন প্রমূখ।

অনুষ্ঠানটি সার্বিক সঞ্চলনা করেন সহকারী পরিদর্শক (অবসর প্রাপ্ত) মোঃ জুলহাস উদ্দিন বিশ্বাস, বক্তারা বলেন, সমবায়ীদের সততা ও নিষ্ঠার সাথে সমবায় আন্দোলন গড়ে তুলে দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বর্পূর্ণ অবদান রাখার সুযোগ রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com