মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
ফরিদ আহমেদ, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:: কুষ্টিয়ার দৌলতপুরে ভারতীয় সীমান্তে মালিক বিহীন দু’টি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড গুলি ও ৪টি ম্যাগাজিন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্র মতে জানা যায়, গতকাল সোমবার (১২ জানুয়ারি) উপজেলার চিলমারী ইউনিয়নের চরচিলমারী এলাকা থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ চরচিলমারী বিওপির একটি টহল দল নিয়মিত টহলে বের হয়। সে সময় বাংলাদেশের অভ্যন্তরে আতারপাড়া মাঠ এলাকায় পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্রগুলো দেখতে পান টহল সদস্যরা। পরে তল্লাশি চালিয়ে সেখান থেকে ২টি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড তাজা গুলি ও ৪টি ম্যাগাজিন উদ্ধার করে। অস্ত্র উদ্ধারের ঘটনায় সোমবার রাতে মহিষকুন্ডি এলাকায় কুষ্টিয়া ৪৭ বিজিবি’র পক্ষ থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানানো হয়।
সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে দৌলতপুর থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। একই সঙ্গে অস্ত্র চোরাচালানের সথে জড়িতদের শনাক্ত ও আটক করতে সীমান্ত এলাকায় বিজিবি’র গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে বলে জানান তিনি।