সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

শিরোনামঃ

দৌলতপুর সীমান্তে ভারতীয় নাগরিক আটক

ফরিদ আহমেদ, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত থেকে এক ভারতীয় যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে জামালপুর বিওপির টহল দল ওপেনদার (৩৫) নামে ওই ভারতীয় নাগরিককে আটক করে।

বিজিবি জানায়, দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫২/৬-এস থেকে প্রায় ২০০ গজ ভেতরে ক্যাম্পপাড়া এলাকা থেকে ওই যুবককে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি তাঁর নাম ওপেনদার এবং বাড়ি ভারতের বিহার রাজ্যের উচ্ছাগাও থানার শাখে খাস ইন্দ্রাটোল গ্রামে বলে জানান। তবে তিনি তাঁর বাবার নাম বলতে পারেননি। এ সময় তার কাছ থেকে ভারতীয় ও বাংলাদেশি মুদ্রা এবং বাংলাদেশের একটি ট্রেনের দুটি টিকিট পাওয়া গেছে। তবে ওই যুবকের কাছে কোনো ভারতীয় কাগজপত্র পাওয়া যায়নি।

বিজিবি ৪৭ ব্যাটালিয়নের সহকারী পরিচালক জাকিরুল ইসলাম বলেন, আটকৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com