শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০৩:০৯ অপরাহ্ন
ফরিদ আহমেদ, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:: কুষ্টিয়ার দৌলতপুরে আজ শুক্রবার বাদ আছর তারাগুনিয়া গোরস্থান মাদ্রাসায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় নির্দেশ অনুযায়ী দৌলতপুর বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ রেজা আহমেদ বাচ্চু মোল্লার আহ্বানে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে দৌলতপুর বিএনপির সভাপতি আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা, দৌলতপুর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন, সাবেক সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান লস্কর, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাম মোস্তফা, বর্তমান সাংগঠনিক সম্পাদক শের আলী সবুজ, আতাউর রহমান, বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক সহ দৌলতপুর বিএনপির সকল অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।