বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪১ পূর্বাহ্ন
ফরিদ আহমেদ, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:: বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রতিটি ইউনিয়নের একটি করে সড়ককে ‘ফলজ সড়ক’ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সড়কে বৃক্ষরোপন অভিযান শুরু করলো দৌলতপুর উপজেলা ছাত্রদল।
মঙ্গলবার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের ঝাউদিয়া-রিফায়েতপুর সড়কে বৃক্ষরোপনের মধ্যে দিয়ে এ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা।
এ সময় উপজেলা বিএনপির সাধারন সম্পাদক বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, বিএনপি নেতা আসিফ রেজা শিশির, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক রাশিদুল হক শামীম, কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহবায়ক মোদাক্কির রহমান রাব্বি, উপজেলা ছাত্রদলের আহবায়ক মাসুদুজ্জামান রুবেল, ছাত্রদলের যুগ্ম আহবায়ক নেতা আমির হামজা মিঠু, হাসান আহমেদ, সেরোয়ার জাহান বেজ্ঞু, রুবেল মোল্লা, দৌলতপুর অনার্স কলেজ ছাত্রদলের আহবায়ক সোহাগ আহমেদ, মথুরাপুর কলেজ ছাত্রদলের আহবায়ক হানিফ, সাধারন সম্পাদক জাহিদ হাসান, উপজেলা প্রজন্ম দলের আহবায়ক শুভ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লার দিক নির্দেশনায় আমরা এ কর্মসূচি গ্রহণ করেছি।
জেলা ছাত্রদলের আহ্বায়ক মোদাক্কির রহমান রাব্বি বলেন, ছাত্রদল তারুণ্য দিয়ে সমাজকে গড়তে চাই। ঘুনেধরা সমাজকে পরিবর্তন করতে চাই। সবুজ ফলে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্রদলের এ কর্মসূচি পালন করছে।
এই কর্মসূচির অন্যতম সমন্বয় বিএনপি নেতা আসিফ রেজা শিশির মোল্লা বলেন, বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ‘ফলজ সড়ক’ প্রতিষ্ঠা করার উদ্দেশে দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি রেজা আহমেদ বাচ্চু মোল্লার দিক নির্দেশনায় মঙ্গলবার ঝাউদিয়া-রিফায়েতপুর সড়কে আড়াইশ আম, কাঠাল ও জলপাই গাছ রোপনের মাধ্যমে এ কর্মসূচী শুরু করা হলো। বিভিন্ন রকম ফলের চারা রোপণ করার মধ্য দিয়ে পর্যায়ক্রমে উপজেলার ১৪টি ইউনিয়নে একটি করে সড়ককে ‘ফলজ সড়ক’ নামকরণ করা হবে।
কর্মসূচির উদ্বোধনকালে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, ছাত্রদলের এ উদ্যোগকে সাধুবাদ জানাই। দেশের ক্রান্তিকালে ছাত্রদল সব সময় ভূমিকা রেখেছে, তেমনি সমাজগঠনেও ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করবে।