শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০৭:৫৩ অপরাহ্ন

দৌলতপুরে পৌনে ১১ কোটি টাকার মাদক ও অস্ত্রসহ আটক ৫

ফরিদ আহমেদ, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:: কুষ্টিয়ার দৌলতপুরে পৌনে ১১ কোটি টাকার মাদকদ্রব্য, দুটি বিদেশি পিস্তল ও গুলিসহ ৫ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ’র (বিজিবি) সদস্যরা।

শনিবার (১৬ আগস্ট) ভোরে উপজেলার ভারত সীমান্ত সংলগ্ন রামকৃষ্ণপুর ইউনিয়নের মুন্সিগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) সদস্যরা। অভিযানে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, ৫০ এমএলের ২০ বোতল এলএসডি ৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় পৌঁনে ১১ কোটি টাকা।

বিজিবি জানায়, শনিবার ভোর ৪টার দিকে উপজেলার সীমান্ত সংলগ্ন মুন্সীগঞ্জ এলাকায় ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোঃ জাকিরুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে মহিষকুন্ডি ঠোঁটারপাড়া গ্রামের ছম্মাত আলীর ছেলে সিনবাদ আলী এবং রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের সওকত মন্ডলের ছেলে মিন্টু হোসেনকে ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি, ৯০ বোতল ফেন্সিডিল ও ২০ বোতল এসএসডিসহ (৫০ এমএল) আটক করে বিজিবি সদস্যরা। সিনবাদ আলী দৌলতপুর আশ্রায়ন বিওপি এলাকায় গত জুন মাসে সংঘটিত মোহন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তিনি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় কুখ্যাত মাদক ও চোরাকারবারি হিসেবে পরিচিত।

অপরদিকে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে একই এলাকায় বিজিবি পৃথক আরেকটি অভিযান চালিয়ে চরুইকুরি মরারপাড়া গ্রামের গাজী মন্ডলের ছেলে স্বপন মন্ডল, দুল্লুক মন্ডলের ছেলে শরিফুল ইসলাম ও ইনসাফনগর মুন্সিপাড়া গ্রামের খলিলুর রহমানের ছেলে রাসেলকে ৫৪ বোতল ফেন্সিডিল এবং ০২টি মোবাইলসহ আটক করে। যার আনুমানিক সিজার মুল্য প্রায় ৫৩ হাজার টাকা। জব্দকৃত মাদক ও অস্ত্রসহ আটক আসামিদের থানায় হস্তান্তর কার্যক্রম চলছে বলে জানিয়েছেন কুষ্টিয়া ৪৭ বিজিবির সহকারী পরিচালক জাকিরুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com