রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১১:৩৯ অপরাহ্ন

দৌলতপুরে পুকুরে ডুবে নিখোঁজ হওয়া যুবকের মরদেহ উদ্ধার

ডুবুরি দল পুকুর থেকে শওকত রহমানের মরদেহ উদ্ধার করছে।

ফরিদ আহমেদ, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলবাড়ীয়া ইউপি’র জয়রামপুর এলাকায় পুকুরে ডুবে শওকত রহমান (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (৩ আগস্ট) সকালে পুকুরে ডুবে নিখোঁজ হওয়ার ১৩ ঘন্টা পর ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে খুলনা থেকে আসা ডুবুরি দল।

এর আগে শনিবার (২ আগস্ট) বিকেল ৫টার দিকে পুকুরে ডুবে নিখোঁজ হয় ওই যুবক। শওকত রহমান একই এলাকার জিয়াউর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানা যায়, শওকত রহমান ও তার ছোট ভাই সৌরভ রহমান (১৬)সহ তার বন্ধুর খেলাধুলা শেষে নিজ এলাকার পুকুরে গোসল করতে নামে। গোসলের সময় পুকুরের মাঝখানে গেলে হঠাৎ গভীর পানিতে তলিয়ে যায় শওকত। পরে তার ছোট ভাই ও বন্ধুরা পরিবারের লোকজনকে খবর দেয়। খবর পেয়ে এলাকাবাসী পুকুরে নেমে অনেক খোঁজাখুঁজি করেও শওকতকে না পেয়ে দৌলতপুর থানা পুলিশ ও ভেড়ামারা ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে নিখোঁজ যুবকের সন্ধান না পেয়ে খুলনা ডুবুরি দলকে খবর দেয়। পরে খুলনা ডুবুরি দল রোববার পুকুর থেকে শওকত রহমানের মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে পৌঁছাই এবং খুলনা থেকে ডুবুরি দল এনে উদ্ধার কার্যক্রম চালায়। পরে উদ্ধার হওয়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এব্যাপারে দৌলতপুর থানার ওসি মো: সোলাইমান শেখ জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com