মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

দৌলতপুরে জাল টাকাসহ দুই ব্যক্তি আটক

ফরিদ আহমেদ, কুষ্টিয়া (দৌলতপুর) প্রতিনিধি:: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফায়েতপুর গ্রামে দুই ব্যক্তিকে জাল টাকাসহ পুলিশে দিলেন মুদি দোকানী আসাদুল হক। মুদি দোকানী আসাদুল হক রিফায়েতপুর গ্রামের রমজান আলীর ছেলে।

গতকাল সোমবার (১২ জানুয়ারী) রাত অনুমানিক ১০ টার সময় তাদের ধরেন আসাদুল হক।

জাল টাকাসহ ধৃত ব্যক্তিরা হলেন- ভেড়ামার উপজেলার কাচারি পাড়া গ্রামের হারুনর রশীদের ছেলে সাজ্জাদ হোসেন সাকিল ও সাকিলের ছেলে নাঈম ইসলাম।

মুদি দোকানী আসাদুল হক বলেন, তারা দুইজন মোটরসাইকেল যোগে এসে আমার দোকানে সিগারেট কিনে এবং জাল ১ শত টাকার ২ টা নোট দেন। আমার সন্দেহ হলে দোকানে বসে থাকা সাধারণ মানুষকে টাকা দেখালে তারা জাল টাকা বলে নিশ্চিত করেন। তখন তারা পালানোর চেষ্টা করলে তাদের এলাকাবাসীর সহযোগিতায় ধরে ফেলি এবং পুলিশে খবর দেই। পুলিশ এসে তাদের কাছে মোট ২৭ টি ১ শত টাকার নকল নোট পায়। এ সময় তাদের সঠিক বিচার দাবি করেন আসাদুল হক। নাঈম ও সাকিল পাবনা জেলা থেকে টাকাগুলো নিয়ে এসেছেন বলে স্বীকার করেন।

এ বিষয়ে দৌলতপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম বলেন, তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com