বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ১২:৩৮ পূর্বাহ্ন
ফরিদ আহমেদ, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউপি’র রঘুনাথপুর গ্রামের বাগানপাড়া এলাকায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে সৎ ভাইয়ের হাতে জাহিদুল ইসলাম (৪০) নামে একজন খুন এবং ৩’জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৪ অক্টোবর) সকাল থেকে ঐ এলাকার ভেলু মন্ডলের দুই স্ত্রীর সন্তানেরা জমি-জমা ভাগ বাটোয়ার শুরু করে। দুপুর সাড়ে ১২টার সময় হঠাৎ তর্কবিতর্কের মধ্যদিয়ে সংঘর্ষ শুরু হলে প্রথম স্ত্রীর সন্তানেরা দ্বিতীয় স্ত্রীর সন্তানদের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা শুরু করে। সেসময় ধারালো অস্ত্রের আঘাতে জাহিদুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় নিহত জাহিদুলের ছেলে রাব্বি (১৯) ও ভাই শরিফুল (৩৫) কেও কুপিয়ে আহত করা হয়েছে। তারা আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অন্যদিকে প্রথম স্ত্রীর ছেলে বাদল হোসেনও আহত হন এবং তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তারা।
এ বিষয়ে দৌলতপুর থানার (ওসি) সোলাইমান শেখ বলেন, জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে সৎ ভাইয়ের হাতে জাহিদুল ইসলাম নামে একজন নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়ার মর্গে পাঠানো হয়েছে। এলাকার পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রনে আছে বলেও জানান তিনি।