শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০৭:৪৬ অপরাহ্ন

দোহারে সর্দারসহ ২ ডাকাত গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:: আন্ত:জেলা ডাকাত সর্দার রমজান আলী ওরফে কালা রমজান ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে দোহার থানা পুলিশ। রমজান দোহার উপজেলার কুসুমহাটির পুষ্পখালি এলাকার বোরহান মিয়ার ছেলে। তাঁর নামে দোহার নবাবগঞ্জসহ দেশের বিভিন্ন থানায় ১০টি ডাকাতি মামলা রয়েছে।

দোহার থানা পুলিশ জানায়, গত ১১ আগস্ট দোহারের ইসলামপুর খালপাড়ে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ তাঁদের ধাওয়া করে। এসময় তারা একটি ট্রাকে উঠে দ্রুত পালানোর চেষ্টা করে। পরে পুলিশ তাঁদের পিছু নেয়। এসময় একটি গাছের সাথে ধাক্কা লেগে ট্রাকটি পড়ে যায়। ডাকাতরা পালানোর চেষ্টা করলে পুলিশ ৬জনকে আটক করে। বাকিরা পালিয়ে যায়। আটককৃতদের বিরুদ্ধে দোহার থানায় ডাকাতি মামলা হলে তাঁদের দেয়া তথ্যমতে শনিবার ভোরে অভিযান চালিয়ে দোহারের পোদ্দারবাড়ি এলাকা হতে রমজান আলী(৪০)কে ও নবাবগঞ্জের টানমেলেং এলাকা হতে সহযোগী লাল মিয়া(৩৬)কে গ্রেপ্তার করে। পুলিশের ভাষ্যমতে আলী রমজান আন্ত:জেলা ডাকাতদলের সর্দার বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। ১০ দিনের রিমান্ড আবেদন করে শনিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হাসান আলী বলেন, রমজান (কালা রমজান) এর নামে ১০ টি ডাকাতি মামলা আছে। সে পেশাদার ডাকাত।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com