বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

দোহারে দুস্থদের মাঝে কম্বল বিতরণ

দোহারে দুস্থদের মাঝে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ “মানবতার সেবায় সব সময়” এই স্লোগানকে ধারণ করে ঢাকার দোহার উপজেলায় টিসিএল এগ্রো এন্ড তানভির কন্ট্রাকশনের মালিক তানভীর আহম্মেদ সানু মেল্লার নিজস্ব অর্থায়নে শীতার্ত পরিবারের মাঝে কয়েক হাজার কম্বল বিতরণ করা হয়েছে ।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে পৌরসভার বানাঘাটার ঘাটা-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে তানভীর কন্ট্রাকশনের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে এ শীত বস্ত্র বিতরণ করা হয়।

এসময় সানু মোল্লা বলেন, আল্লাহ তাঁকে সামর্থ্য দিয়েছেন। তাই সাধারণ মানুষের হক হিসেবে এটা আদায় করছেন। তিনি ভবিষ্যতেও এলাকার সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করবেন। বেশ কিছুদিন ধরেই প্রচন্ড শীতে চরাঞ্চলের ও গ্রামের মানুষ বেশ কষ্টে দিন কাটছিলো। সেই বোধ থেকেই তাঁদের পাশে দাড়ানো হয়েছে।

"মানবতার সেবায় সব সময়" এই স্লোগানকে ধারণ করে ঢাকার দোহার উপজেলায় টিসিএল এগ্রো এন্ড তানভির কন্ট্রাকশনের মালিক তানভীর আহম্মেদ সানু মেল্লার নিজস্ব অর্থায়নে শীতার্ত পরিবারের মাঝে কয়েক

দোহার উপজেলা বিএনপির সভাপতি এসএম নজরুল ইসলাম মেছেরের সভাপতিত্বে ও দোহার উপজেলা যুবদলের সদস্য সচিব মো. জহিরুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, জাসাস কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মো. সালাহউদ্দিন মোল্লা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, সুতারপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল হাসনাত, সাবেক কাউন্সিলর মো. জাহিদ বেপারীসহ আরও অনেকে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com