শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৪:১৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: ঢাকা জেলার দোহার উপজেলার কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন ২০২৫ এর তারিখ ঘোষণা করা হয়েছে।
গত বুধবার ৮/১০/২০২৫ ইং তারিখে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের স্বারক ০৫.৪১.২৬১৮.০০০.৩৫.০০৩.২১.৬৯৯ ও ০৫/১০/২০২৫ ইংরেজি তারিখে নির্দেশনা মোতাবেক কার্তিকপুর উচ্চ বিদ্যালয় এর ম্যানেজিং কমিটি নির্বাচন ২০২৫ এর প্রিজাইটিং অফিসার নিযুক্ত হয়ে ২০২৪ (সংশোধনীসহ) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও কার্তিকপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির ২০২৫ এর প্রিজাইটিং অফিসার মোঃ রকিব হাসানের স্বাক্ষরিত প্রজ্ঞাপন এর মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রার্থীদের
১। মনোনয়নপত্র বিতরণ, গ্রহণ ও জমা দেওয়ার শেষ তারিখ।২। মনোনয়নপত্র বাছাই ও বৈধ তালিকা প্রকাশ
৩। মনোনয়ন পত্র প্রত্যাহারের তারিখ
৪। চুড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ
৫। নির্বাচনের তারিখ ও দিনক্ষণ সহ বিভিন্ন বিষয়ে উল্লেখ করে
স্বারক নং মাশিঅ/ঢা/দোহার/১৩/ ১১৭৬ মোতাবেক ঘোষণা করেন।
এখানে প্রকাশ থাকে যে,
১। সকল ক্যটাগরি প্রার্থীর জন্য ম্যনেজিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক মনোনয়ন ফরম (ফরম নং ২) এবং জামানত ফি যদি থাকে প্রদান করতে হবে।
২। শুধুমাত্র অফিস/ বিদ্যালয় চলাকালীন সময়ে সকল কার্যাদি সম্পূর্ণ করতে হবে।
৩। সকল ক্যটাগরিতে নির্বাচন নির্দারিত তারিখে বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে বলে শর্ত আরোপ করে প্রজ্ঞাপনে উল্লেখ করে অনুলিপি দেওয়া হয়েছে।
আরো উল্লেখ থাকে যে, প্রতিষ্ঠানটির বর্তমান কমিটির মেয়াদ উর্ত্তিণের শেষ তারিখ ১০/৯/২০২৫ ইংরেজি