শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০১:৫৪ পূর্বাহ্ন

ধর্ম যার যার উৎসব সবার, নেই কোন ভেদাভেদ: সালাউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জের নিজ গ্রামসহ বিভিন্ন এলাকায় পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদল সভাপতি সালাউদ্দিন আহমেদ।

সনাতন ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষ্যে নবমী ও দশমী পূজায় নবাবঞ্জের নিজ গ্রাম সিংহড়াসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের পাশাপাশি পূজারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদল সভাপতি সালাউদ্দিন আহমেদ। শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি পূজামণ্ডপে উপহার দেন৷

পরিদর্শনকালে তিনি বলেন, ‘বাংলাদেশে হিন্দু মুসলিমসহ কোন ধর্মের(উৎসবে) ভেদাভেদ নেই৷ ধর্ম যার যার উৎসব সবার, তাই সনাতন ধর্মের উৎসবের দিনগুলোতে সব ধর্মের মানুষ আনন্দ উৎসবে মেতে উঠে। আবার মুসলিমসহ অন্যান্য ধর্মের উৎসবের দিনগুলোতে হিন্দু ধর্মের মানুষ আনন্দ উৎসব করেন৷

তিনি আরও বলেন, দেশে সনাতন ধর্মসহ অন্যান্য ধর্মের মানুষ মিলেমিশে শান্তিতে বসবাস করে। আপনাদের নিরাপত্তা নিশ্চিত করতে সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন জাতীয়তাবাদী ছাত্রদলসহ বিএনপি সহযোগী সংগঠনগুলো৷

মহানগর উত্তর ছাত্রদল সভাপতি আরও বলেন, ‘ আমি আপনাদের এলাকার সন্তান। কারও ভাই, কারও ভাতিজা৷ আমি রাজনৈতিক নেতা হিসেবে এখানে আসি নি, আপনাদের এলাকার সন্তান হিসেবে আপনাদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে এসেছি।

এসময় তার(সালাউদ্দিনের) সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, ‘শোল্লা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নোয়াব আলীর জেষ্ঠ পুত্র ‘বিএনপি নেতা গোলাম মোস্তাফা, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল নেতা কামরুল চোকদার, যুবদল নেতা এলিম সাগর, ছাত্রদল নেতা রফিকুল ইসলামসহ আরও অনেকেই।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com