বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনলাইন ডেস্ক:: দেশে ফিরে সবধরনের সহযোগিতার জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে বিমানবন্দরে পৌঁছে মোবাইল ফোনে প্রধান উপদেষ্টার সাথে কথা বলেন তারেক রহমান। বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।
এ সময় প্রধান উপদেষ্টার সঙ্গে কুশল বিনিময় করেন এবং জানতে চান তিনি কেমন আছেন।
তারেক রহমান বলেন, আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার পক্ষ থেকে বিভিন্ন আয়োজন করেছেন। থ্যাংক ইউ সো মাচ।
এর আগে বেলা ১১টা ৩৯ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমানটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় তাকে পরিবারসহ স্বাগত জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা।
এ সময় ফুলের মালা দিয়ে জুবাইদা রহমানের মা; অর্থাৎ তারেক রহমানের শ্বাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু ফুল দিয়ে তারেক রহমানকে বরণ করে নেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান এবং দেশে থাকা পরিবারের অন্য সদস্যরা।
বিমানবন্দরের সব আনুষ্ঠানিকতা শেষে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের (তিনশ ফিট সড়ক) কাছে সংবর্ধনার অনুষ্ঠানস্থলে যাচ্ছেন তিনি। এর আগে বিমানবন্দর থেকে বেরিয়ে ফুল বাগানের কাছে জুতা খুলে মাটি স্পর্শ করেন। এরপর বিমানবন্দরের সামনে অপেক্ষামান বুলেটপ্রুফ বাসে করে রওনা দেন তিনি।