বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ০৭:২৩ অপরাহ্ন
কেরানীগঞ্জ প্রতিনিধি:: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমানউল্লাহ আমান বলেছেন, আওয়ামী লীগ দেশে গণতন্ত্রকে হত্যা করেছে, মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। দেশের মানুষ আজ স্বাধীনভাবে কথা বলতে পারে না। ছাত্র-জনতা ও নিরীহ মানুষকে হত্যা করে আওয়ামী লীগ আজ জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে।
আজ বুধবার (২৯ অক্টোবর) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানার গোয়ালখালী উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত বাস্তা ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের কেন্দ্র কমিটির সদস্য ও সর্বসাধারণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি আমানউল্লাহ আমান এসব কথা বলেন।
তিনি বলেন, দেশে আওয়ামী লীগের আর রাজনীতি করার কোনো সুযোগ নেই। জনগণ তাদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। এখন তাদের নির্বাচনী প্রতীকও ব্যালটপেপারে নেই। এটাই প্রমাণ করে যে জনগণ আওয়ামী লীগের মুখ দেখতেও চায় না।
বিশেষ অতিথি ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি বলেন, বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশের উন্নয়ন না করে শুধু নিজেদের আখের গোছাতে ব্যস্ত ছিল। তারা রাস্তাঘাটের সংস্কার করতে পারেনি, জনগণকে পর্যাপ্ত গ্যাস সংযোগ দিতে পারেনি। আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে দেশের একটি রাস্তাও ভাঙা থাকবে না। প্রতিটি ঘরে গ্যাস, বিদ্যুৎ ও উন্নত সেবা পৌঁছে দেওয়া হবে। কেরানীগঞ্জকে আধুনিক মডার্ন সিটি হিসেবে গড়ে তোলা হবে ইনশাআল্লাহ।
বাস্তা ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ মিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাস্তা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ইসমাইল, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল্লাহ সেলিম, বিএনপি নেতা আলমগীর হোসেন ও যুবদল নেতা মো. সেলিম প্রমুখ।