শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ৭ ডিগ্রি

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:: চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় তীব্র শীতে কাঁপছে এই এলাকার খেটে খাওয়া সাধারন মানুষ।

পর্যটনের এ জনপদে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস। সেই সাথে বইছে ঘন কুয়াশার সাথে হিমেল হাওয়া।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র অবজারভার আনিছুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল ৬টায় এ অঞ্চলে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন বুধবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com