সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন

দেশের সমসাময়িক পরিস্থিতি নিয়ে ৪ দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

অনলাইন ডেস্ক ॥
দেশের চলমান পরিস্থিতি পর্যালোচনা করতে চারটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২২ জুলাই) রাত ৯টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক শুরু হয়।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, বৈঠকে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ন্যাশনাল কনফেডারেশন পার্টি (এনসিপি) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বৈঠকে বিএনপির পক্ষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী অংশ নেন। এছাড়া, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন ও যুগ্ম-মহাসচিব গাজী আতাউর রহমান উপস্থিত ছিলেন।

ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক বিমান দুর্ঘটনা, এর পরবর্তী পরিস্থিতি, শিক্ষার্থীদের চলমান বিক্ষোভ এবং দেশের সার্বিক রাজনৈতিক ও সামাজিক অবস্থা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। উল্লেখ্য, গতকাল সোমবার (২১ জুলাই) মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাথমিক শাখায় বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হলে বহু শিক্ষার্থী হতাহত হন। এই ঘটনার পর থেকেই শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com