বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ০৭:১৯ অপরাহ্ন

দক্ষিণ কোরিয়ায় ট্রাম্প-শি জিনপিং বৈঠক চলছে

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: দক্ষিণ কোরিয়ার বুসান শহরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বৈঠক শুরু হয়েছে। দুই নেতা এমন এক চুক্তির জন্য আলোচনা শুরু করেছেন যা তাদের দুই দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধের অবসান ঘটাতে পারে।

দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেওয়ার আগে সংক্ষিপ্ত বক্তব্যে ট্রাম্প বলেন, তিনি শি’র সঙ্গে ‘খুব সফল বৈঠক’ আশা করছেন। উভয় পক্ষের সবসময়ই ভালো সম্পর্ক রয়েছে। খবর বিবিসির।

অ্যাপেকভুক্ত দেশগুলোর নেতাদের ৩২তম বৈঠকে যোগ দিতে ট্রাম্প ও শি বর্তমানে দক্ষিণ কোরিয়া সফর করছেন এবং এর ফাঁকেই বুসানে তাদের মধ্যে এই গুরুত্বপূর্ণ আলোচনা চলছে।

রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় আজ বৃহস্পতিবার ট্রাম্প প্রথমে বুসানের গিমহায় আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এবং এর কিছুক্ষণ পরই চীনের প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজটি অবতরণ করে। দুই নেতা নিরাপত্তার চাদরে মোড়া একটি সামরিক ঘাঁটিতে বৈঠকে বসেছেন। বৈঠকের শুরুতে দুই নেতা করমর্দন করে ফটোসেশনে অংশ নেন। এ সময় ট্রাম্প বলেন, “আমাদের বৈঠক খুবই সফল হবে।” চীনা প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, “তিনি (সি) খুবই কঠিন আলোচক।” বাণিজ্য চুক্তি ঘোষণার বিষয়ে জানতে চাইলে মাত্র দুই শব্দে ট্রাম্প বলেন, হতেও পারে।

দুই নেতার শেষ দেখা হয়েছিল ২০১৯ সালে, জাপানের ওসাকাতে জি-২০ শীর্ষ সম্মেলনে। দ্বিতীয়বার প্রেসিডেন্ট পদে ক্ষমতায় আসার পরে এইবারই প্রথম চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন ডোনাল্ড ট্রাম্প।

আমদানি-রপ্তানি নিয়ে বছরজুড়ে একের পর এক পাল্টাপাল্টি শুল্কারোপ এবং উত্তেজনার পর এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকের আগে উভয় দেশের প্রতিনিধিরা একটি ‘রূপরেখা’ তৈরিতে সম্মত হয়েছেন বলে জানা গেছে, যা আলোচনাকে এগিয়ে নিতে সাহায্য করবে।

ট্রাম্প মালয়েশিয়ায় দক্ষিণ-পূর্ব এশীয় আঞ্চলিক জোটের (আসিয়ান) শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার মাধ্যমে এ সপ্তাহের শুরুতে তার এশিয়া সফর শুরু করেন। সেখান থেকে তিনি জাপান এবং বর্তমানে দক্ষিণ কোরিয়া সফর করছেন। দক্ষিণ কোরিয়া সফরের মধ্য দিয়ে ট্রাম্পের এবারের এশিয়া সফর শেষ হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com