মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩২ পূর্বাহ্ন

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রস্তুতি পুরোদমে, সীমানার বিষয়ে আদালতের দিকে ইসি

অনলাইন ডেস্ক ॥
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি পুরোদমে চালাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনি কেনাকাটার প্রায় ৭০ শতাংশ কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে এবং বাকি কাজ সেপ্টেম্বরের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে।

প্রবাসীদের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ
নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধনের জন্য একটি নতুন অ্যাপ তৈরি করা হচ্ছে, যার নাম ‘পোস্টাল ভোট বিডি’। এই অ্যাপের মাধ্যমে প্রবাসীরা নিবন্ধন করলে তাদের কাছে পোস্টাল ব্যালট পেপার পাঠানো হবে। তারা ভোট দিয়ে সেই ব্যালট পেপার ডাকযোগে আবার দেশে ফেরত পাঠাবেন।

শুধু প্রবাসীরাই নয়, ভোটের দায়িত্বে থাকা ব্যক্তিরা এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিরাও এই অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। তবে প্রবাসীদের জন্য শর্ত হলো, নিবন্ধিত হলেই কেবল তারা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন, দেশে এসে ভোট দেওয়ার সুযোগ তাদের নেই।

ইসি সচিব আরও জানান, অ্যাপটি এখন উদ্বোধনের অপেক্ষায় আছে। কবে থেকে নিবন্ধন শুরু হবে, তা পরে জানানো হবে। তফসিল ঘোষণার পরই ব্যালট পেপার পাঠানোর প্রক্রিয়া শুরু হবে।

ইইউ পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রাক-নির্বাচনি পর্যবেক্ষক দল চলতি মাসে বাংলাদেশে আসছে। আগামী সপ্তাহে তাদের ইসির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। নির্বাচনের পরিবেশ পর্যবেক্ষণ করতে এই দলটি বিভিন্ন মহলের সঙ্গে আলোচনা করবে। এই দলে তিনজন বিদেশি ও চারজন স্থানীয় পর্যবেক্ষক থাকবেন।

কেনাকাটা ও অন্যান্য প্রস্তুতি
ইসি সচিবের তথ্য অনুযায়ী, নির্বাচনের জন্য প্রয়োজনীয় সামগ্রী যেমন মার্কিং সিল, গালা, স্বচ্ছ ব্যালট বাক্সের লক এবং হেসিয়ান ব্যাগের মতো গুরুত্বপূর্ণ সরঞ্জামগুলো এরই মধ্যে চলে এসেছে। কেনাকাটার মূল অংশ সেপ্টেম্বরেই শেষ হবে।

এছাড়া, নির্বাচন কমিশন সচিবালয় আইন সংশোধন অধ্যাদেশ গতকাল উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন পেয়েছে। এর ফলে নির্বাচন কর্মকর্তাদের সার্ভিস গঠন ও এনআইডি ইসির অধীনে রাখার বিষয়ে সম্মতি দেওয়া হয়েছে।

নতুন দল ও সংলাপ
নতুন রাজনৈতিক দল এবং পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন নিয়ে আগামী কমিশন সভায় সিদ্ধান্ত চূড়ান্ত হবে। নিবন্ধন প্রক্রিয়ায় থাকা ২২টি দলের মাঠ পর্যায়ের তদন্ত শেষ হয়েছে। তিন শতাধিক পর্যবেক্ষক সংস্থা নিবন্ধনের জন্য আবেদন করেছে। সেপ্টেম্বরের শেষ দিকে অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু হওয়ার কথা রয়েছে।

সীমানা নিয়ে আদালতের দিকে ইসি
নির্বাচন কমিশন ৩০০ আসনের সীমানা নির্ধারণ করলেও এ নিয়ে বেশ কিছু রিট আবেদন হয়েছে। বাগেরহাট ও ফরিদপুরের মতো কিছু জায়গায় বিক্ষোভও হয়েছে। এমন পরিস্থিতিতে ইসি আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। সংবিধান অনুযায়ী, ইসির সীমানা নির্ধারণের বিষয়ে কোনো আদালত প্রশ্ন তুলতে পারবে না, তবুও বিষয়টি এখন আদালতে বিচারাধীন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com