মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৩:৫২ অপরাহ্ন

তুরস্কে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: পশ্চিম তুরস্কের সিনদিরগি শহরে আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ১।

সোমবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় রাত ১০টা ৪৮ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১টা ৪৮ মিনিটে) এই ভূমিকম্প অনুভূত হয়।

দেশটির ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থার বরাত দিয়ে দুর্যোগ ও জরুরি অবস্থা ব্যবস্থাপনা সংস্থা (আফাদ) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল বালিকেসির প্রদেশের সিনদিরগি শহরের কাছে, ভূপৃষ্ঠ থেকে মাত্র ৫ দশমিক ৯৯ কিলোমিটার গভীরে। কম্পন অনুভূত হয়েছে ইস্তানবুল, বুরসা, মানসিয়া এবং ইজমির প্রদেশ পর্যন্ত।

আফাদের তথ্য অনুযায়ী, সিনদিরগি শহরে বেশ কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিছু ভবন ধসে পড়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের পর আতঙ্কে মানুষ রাস্তায় নেমে আসে।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া বলেন, ভূমিকম্পের পর তিনটি ভবন ও একটি দোকান থেকে মানুষজনকে সরিয়ে নেওয়া হয়েছিল। পরে সেগুলো ধসে পড়ে, তবে কেউ হতাহত হননি।

এর আগে গত ১০ আগস্ট একই এলাকায় ৬ দশমিক ১ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়েছিল, যাতে একজন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হন। বিশেষজ্ঞরা বলছেন, গত আগস্টের ভূমিকম্পের পর থেকেই বালিকেসির অঞ্চলে ছোট ছোট আফটারশক অব্যাহত ছিল।

ভূগর্ভের টেকটোনিক প্লেটের সক্রিয় ফল্টলাইনের ওপর অবস্থান হওয়ায় তুরস্কে ভূমিকম্প একটি নিয়মিত প্রাকৃতিক দুর্যোগ। ২০২৩ সালে দেশটির দক্ষিণ ও দক্ষিণপূর্বাঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে ৫৩ হাজারেরও বেশি মানুষ নিহত হন এবং হাজার হাজার ভবন ধসে পড়ে। একই ভূমিকম্পে প্রতিবেশী সিরিয়াতেও প্রাণহানি ঘটে অন্তত ৬ হাজার মানুষের।

তুরস্কের সরকার ও স্থানীয় কর্তৃপক্ষ সিনদিরগি অঞ্চলে উদ্ধার ও সহায়তা কার্যক্রম শুরু করেছে। জরুরি সতর্কতা জারি করা হয়েছে ক্ষতিগ্রস্ত এলাকায়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com