রবিবার, ০৪ জানুয়ারী ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শীতে কাঁপছে সারা দেশ। ছবি: সংগৃহীত নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: ঢাকাসহ সারা দেশ কাঁপছে হিমালয়ের কনকনে তীব্র শীতে। দেশজুড়ে বইছে হিমেল হাওয়া, ঘন কুয়াশা, গুঁড়ি গুঁড়ি কুয়াশার বৃষ্টি আর মৃদু শৈত্যপ্রবাহ। আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে কমে আসছে তাপমাত্রা। তাপমাত্রা দ্রুত নেমে আসায় শীতের ছোবলে জনজীবনে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। হাড় কাঁপানো শীত আর অব্যাহত শৈত্যপ্রবাহে থমকে গেছে মানুষের জীবনযাত্রা।
দেশজুড়ে ঘন কুয়াশা আর তীব্র শীতে শৈত্যপ্রবাহের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। জানুয়ারি মাসে দেশের বিভিন্ন অঞ্চলে মোট পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। এ সময় দেশের সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসতে পারে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সম্ভাব্য শৈত্যপ্রবাহগুলোর মধ্যে ২-৩টি হবে মৃদু থেকে মাঝারি, যেখানে তাপমাত্রা ৮-১০ ডিগ্রি থেকে নেমে ৬-৮ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়াতে পারে। অপরদিকে ১-২টি শৈত্যপ্রবাহ হতে পারে মাঝারি থেকে তীব্র, যার সময় তাপমাত্রা আরও কমে ৬-৮ ডিগ্রি থেকে ৪-৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, জানুয়ারি মাসে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা নেই। এ সময় দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক পানি প্রবাহ বজায় থাকবে। দৈনিক গড় বাষ্পীভবন থাকতে পারে ১ দশমিক ৫০ থেকে ৩ দশমিক ৫০ মিলিমিটার এবং গড় সূর্যকিরণকাল ৩ দশমিক ৫০ থেকে ৫ দশমিক ৫০ ঘণ্টার মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে।
এদিকে আজ শনিবার (৩ জানুয়ারি) সকাল ৯টা থেকে সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। কুয়াশার কারণে সড়ক, নৌ ও আকাশপথে যোগাযোগব্যবস্থায় সাময়িক বিঘ্ন ঘটার আশঙ্কাও রয়েছে। আজ রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
রোববার (৪ জানুয়ারি) থেকে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। এ সময় রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
সোমবার (৫ জানুয়ারি) ও মঙ্গলবার (৬ জানুয়ারি) একই ধরনের আবহাওয়া অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময়ও সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া বিরাজ করবে এবং ভোররাত থেকে সকাল পর্যন্ত কুয়াশা পড়ার সম্ভাবনা থাকবে। পঞ্চম দিনে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে আরও জানানো হয়েছে, আগামী দিনগুলোতে সারাদেশে তাপমাত্রা ধীরে ধীরে আরও কমতে পারে। এ কারণে সাধারণ মানুষকে শীতের জন্য আগাম প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বিশেষ করে শীতের তীব্রতায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন ছিন্নমূল ও নিম্নআয়ের মানুষ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে শীতবস্ত্র বিতরণসহ প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন আবহাওয়াবিদরা।