সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

তিন দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন

যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে ঢাকার দোহার ও নবাবগঞ্জে বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে তিন দিনব্যাপী বিজয় মেলার আয়োজন করেছে উপজেলা প্রশাসন।

নিজস্ব প্রতিনিধিঃ যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে ঢাকার দোহার ও নবাবগঞ্জে বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে তিন দিনব্যাপী বিজয় মেলার আয়োজন করেছে উপজেলা প্রশাসন। এছাড়া মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও নানা অনুষ্ঠানে দিনটি উদযাপিত হয়। বুধবার দুপুর ১২টায় নবাবগঞ্জ শহীদ মিনারে মেলার উদ্বোধন করেন ইউএনও দিলরুবা ইসলাম।

মঙ্গলবার সকাল ৯টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে নবাবগঞ্জ সরকারি পাইলট স্কুল মাঠে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের ডিসপ্লে প্রদর্শন আলোচনাসভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয় প্রশাসন। এছাড়া উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে মেলার উদ্বোধন শেষে প্রতিটি দোকান ঘুরে দেখেন ইউএনও।

এসময় তিনি বলেন, বিজয়ের হাত ধরেই দেশের উন্নয়ন ও সমৃদ্ধি অব্যাহত রাখতে সবাইকে কাজ করতে হবে। তরুণ প্রজম্মকে মুক্তিযোদ্ধের

যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে ঢাকার দোহার ও নবাবগঞ্জে বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে তিন দিনব্যাপী বিজয় মেলার আয়োজন করেছে উপজেলা প্রশাসন।তিহাস ও ঐতিহ্য লালন করে সামনে আগাতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসিফ রহমান, ওসি আনোয়ার আজাদ, বীর মুক্তিযোদ্ধা কমান্ডা আবুল বাসার খন্দকার, সাংস্কৃতিক ব্যক্তিত্বও বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান তোতাসহ জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

এদিকে দোহার উপজেলার জয়পাড়া পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে নানা অনুষ্ঠান শেষে তিনদিনের বিজয় মেলার উদ্বোধন করেন দোহার ইউএনও মাইদুল ইসলাম। এছাড়া বিজয়ের দিন সকালে জামায়াত প্রার্থী নজরুল ইসলামের নেতুত্বে একটি সুসজ্জিত বিজয় র্যা লী বের করে। তারা কলাকোপার আমতলা থেকে নবাবগঞ্জ থানার সামনে গিয়ে শেষ করে।

বিজয় র্যাপলী করেছে জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গসংগঠন। বিএনপির র্যা লীর নেতুত্বে দেন উপজেলা সাধারণ সম্পাদক আবুল কালাম খন্দকার ও হারুনুর রশিদ ওসমানী।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com