বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

তারেক রহমান ঢাকা-১৭ আসনের ১৯ নম্বর ওয়ার্ডে ভোটার হচ্ছেন

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার পথে বড় একটি ধাপ সম্পন্ন করতে যাচ্ছেন। তিনি রাজধানীর ঢাকা-১৭ আসনের ১৯ নম্বর ওয়ার্ডের (গুলশান এলাকা) ভোটার হওয়ার জন্য ইতিমধ্যেই অনলাইনে আবেদন করেছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) তিনি আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) ভবনে উপস্থিত হয়ে ছবি তোলা ও আঙুলের ছাপ দিয়ে ভোটার হওয়ার বাকি প্রক্রিয়া সম্পন্ন করবেন।

বগুড়া তাঁর জন্মস্থান হলেও ভোটার হওয়ার বিষয়ে চলছিল আলোচনা। তবে শেষ পর্যন্ত তিনি তাঁর মা বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবন ‘ফিরোজা’-এর ঠিকানায় ভোটার হওয়ার আবেদন করেছেন।

বিএনপি ও ইসি সূত্রে জানা গেছে, ভোটার ফরম পূরণের সব কাজ গতকাল শুক্রবার অনলাইনে শেষ হয়েছে।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, ভোটার তালিকা আইন অনুযায়ী ভোটগ্রহণের আগের দিনও কমিশনের এখতিয়ার রয়েছে যেকোনো যোগ্য ব্যক্তিকে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করার। এর আগে ২০০১ সালে শেখ রেহানা এবং বর্তমানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা খলিলুর রহমান ও নির্বাচন কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারও বিশেষ ব্যবস্থায় ভোটার হয়েছিলেন।

২০০৮ সাল থেকে প্রবাসে থাকার কারণে তারেক রহমানের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত ছিল না। আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে অংশগ্রহণের জন্য ভোটার হওয়া বাধ্যতামূলক। পৈতৃক আসন বগুড়া-৬ থেকে নির্বাচনের প্রস্তুতি নিলেও কৌশলগত কারণে তিনি ঢাকার এই অভিজাত আসনের ভোটার হচ্ছেন।

আজ ইসিতে তার আগমনকে কেন্দ্র করে আগারগাঁও এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com