মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৬:৪৭ অপরাহ্ন

তাইওয়ানে টাইফুন ‘রাগাসা’র তাণ্ডবে নিহত ১৪, বিপর্যস্ত হংকং

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: বছরের সবচেয়ে শক্তিশালী টাইফুন ‘রাগাসা’ তাইওয়ানে আঘাত হেনেছে। এতে কমপক্ষে ১৪ জনের মৃত্যু এবং ১২০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। টাইফুনের প্রভাবে জলাশয় ভেঙে নদী ও নদীর তীরবর্তী এলাকা তলিয়ে গেছে।

এ অবস্থায় হংকংয়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। বিপর্যয়ের কারণে শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে এবং স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশে ঝড়ের আগেই প্রায় ৩ লাখ ৭০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দক্ষিণ চীনের শহরগুলোতে আগামী কয়েক ঘণ্টায় এক মাসের সমপরিমাণ বৃষ্টি পড়ার সম্ভাবনা রয়েছে, যা ভূমিধসের আশঙ্কা বৃদ্ধি করেছে।

সোমবার ফিলিপাইনের ছোট ছোট উত্তরের দ্বীপপুঞ্জগুলোতে ‘রাগাসা’ প্রবল ভাবে আঘাত হেনেছে। যা তাইওয়ান ও দক্ষিণ চীনের দিকে এগিয়ে আসে।

বিবিসি সূত্রে খবর, চীনের দক্ষিণাঞ্চলে আঘাত হানা টাইফুন ‘রাগাসা’ মানুষের জীবন বিপন্ন করছে। গুয়াংডং প্রদেশে এখন পর্যন্ত এক মিলিয়নের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

জুহাই শহরের পুলিশ এখনো মেগাফোন ব্যবহার করে মানুষকে ঘরে থাকার জন্য সতর্ক করছে। প্রচণ্ড বৃষ্টি ও ঝড়ের শব্দের কারণে অনেকেই সতর্কবার্তা ঠিকভাবে শুনতে পারছেন না।

টাইফুন ধীরে ধীরে দক্ষিণ চীনের উপকূল বরাবর এগিয়ে যাচ্ছে, তাই বাতাসের তীব্রতা কিছুটা কমেছে। তবে এখনো ঝড়ের বাতাস এতটাই প্রবল যে অনেকের জন্য সোজা দাঁড়ানোও কঠিন।

কেউ কেউ সাইকেলে চড়ে অফিসে যাওয়ার চেষ্টা করেছেন, তবে অধিকাংশ মানুষ পুলিশ ও প্রশাসনের সতর্কতা মেনে চলছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com