শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১:০১ অপরাহ্ন

তাঁতী সমাবেশে বিএনপির প্রার্থীর প্রতিশ্রুতি বন্ধ তাঁত শিল্প চালুর ব্যবস্থা নেয়া হবে

তাঁতী সমাবেশে বিএনপির প্রার্থীর প্রতিশ্রুতি বন্ধ তাঁত শিল্প চালুর ব্যবস্থা নেয়া হবে

নিজস্ব প্রতিনিধি , নবাবগঞ্জ, ঢাকাঃ বিএনপি ক্ষমতায় গেলে দোহার ও নবাবগঞ্জে বন্ধ তাঁত শিল্পকে পুনরায় চালু করে তাঁতীদের পুনর্বাসিত করা হবে বলে তাঁতী সমাবেশে আশস্ত করলেন ঢাকা-১ আসনে বিএনপির প্রার্থী খন্দকার আবু আশফাক। তিনি শনিবার দুপুরে দোহারের জয়পাড়ায় ‘দোহার নবাবগঞ্জ তাঁতী সমবায় সমিতি”র বাৎসরিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

সমিতির সাধারণ সম্পাদক আক্কাস উদ্দিনের সঞ্চালনায় ও মো. শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক এ সভায় তাঁতীদের সাথে কুশল বিনিময় শেষে আশফাক বলেন, রাজধানীর পাশেই দোহার নবাবগঞ্জ উপজেলা ‍দুটিতে এক সশয় বিপুল সংখ্যক তাঁতী ছিলো। কালের বিবর্তনে তা হারিয়ে গেছে। অনেকেই পেশা বদল করেছে। আবার কেউ এ পেশা ছেড়ে আর্থিক দৈন্যতায় ভুগছেন। আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে তাঁতীদের পেশাকে সচল করতে ব্যবস্থা নেয়া হবে।

তাঁতী সমাবেশে বিএনপির প্রার্থীর প্রতিশ্রুতি বন্ধ তাঁত শিল্প চালুর ব্যবস্থা নেয়া হবে

এসময় তিনি দুই উপজেলায় প্রায় ৭০/৮০ হাজার তাঁতী ভোটারদের কাছে ধানের শীষে ভোট দেয়ার আহবান জানান। তিনি বলেন, বিগত আয়ামীলীগ সরকার আমলে এদেশের তাঁতীরা ব্যবসায় লোকসান হয়ে পথে বসেছে। ৯১ সালে বিএনপি ক্ষমতায় এসে তাঁতীদের রং ও সুতার দাম কমিয়েছে। পরবর্তী সরকার এসে সুদি মহাজনের খপ্পরে ফেলে এ পশোকে নি:স্ব করেছে। তাই আজ অনেক তাঁতী এ পেশায় নেই।

বড় মহাজন ও ফরিয়ারা তাঁদের স্থান দখল করে মেশিনের তৈরী লুঙ্গি ও শাড়ি উৎপাদন করছে। ফলে গ্রামের সাধারণ তাঁতীরা তাঁদের সেই জৌলুস হারিয়ে সর্বশান্ত হয়ে পড়েছে। বিএনপির চেয়ারম্যান তাঁর ৩১ দফা ঘোষিত কর্মসূচীতে তাঁতীদের পুনর্বাসনের কথা বলেছেন। আশা করি বিএনপি ক্ষমতায় গেলে আপনাদের এ সমস্যা সমাধানে কাজ করবেন তারেক রহমান।

এসময় উপস্থিত ছিলেন তাঁতী নেতা হারুনর রশিদ ওসমানী, মো. জসীম উদ্দিন, জাসাস সালাহউদ্দিন মোল্লা, বীরমুক্তিযোদ্ধা অঅবুল বাসার খন্দকার প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com