সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:০০ অপরাহ্ন
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ॥
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচন আগামীকাল (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষ্যে ভোটগ্রহণের সময় ভোটারদের জন্য কিছু বিশেষ নির্দেশনা জারি করেছে ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়।
ভোটকেন্দ্রের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কর্তৃপক্ষ কিছু জরুরি পদক্ষেপ নিয়েছে। ভোটারদের ভোটকেন্দ্রে মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, যেকোনো ধরনের ইলেক্ট্রনিক ডিভাইস, ব্যাগ, পানির বোতল ও তরল জাতীয় কোনো পদার্থ নিয়ে প্রবেশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে।
নির্বাচন সফলভাবে সম্পন্ন করতে ক্যাম্পাসের ৮টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। চিফ রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে জানানো হয়েছে, নির্বাচনের জন্য মোট ৮১০টি বুথ নির্ধারণ করা হয়েছে। ফলে প্রতিটি কেন্দ্রে ভোটগ্রহণ প্রক্রিয়া কোনো ধরনের বাধা ছাড়াই নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।