শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ০৩:০৭ অপরাহ্ন

ঢাকা-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী রেজাউল কবীরের গণসংযোগ

কেরানীগঞ্জ প্রতিনিধি:: ঢাকা-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও যুবদলের কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি রেজাউল কবীর কেরানীগঞ্জে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে জিনজিরা ইউনিয়নের বন্দ ডাকাপাড়া এলাকা থেকে কদমতলী পর্যন্ত পথসভা ও গণসংযোগ করেন তিনি।

গণসংযোগ শেষে কদমতলী গোলচত্বরে আয়োজিত পথসভায় রেজাউল কবীর বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে আন্দোলনে যেসব নেতা-কর্মী আহত ও নিহত হয়েছেন, তাঁদের এবং তাঁদের পরিবারকে অবশ্যই মূল্যায়ন করতে হবে। ত্যাগীদের কোনোভাবেই নিরাশ করা যাবে না।

তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে শান্তি ও উন্নয়নের প্রতীক ধানের শীষের প্রার্থীদের বিপুল ভোটে বিজয়ী করতে হবে। দলের অভ্যন্তরীণ ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, দল কর্তৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে প্রকৃত গণতন্ত্র ও সার্বিক উন্নয়ন নিশ্চিত হবে। তারেক রহমানের নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

এসময় পথসভায় উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, আগানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, বন্দ ডাকাপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি আবুল কাশেম ও সাবেক যুবদল নেতা লাল মিয়া প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com