শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

ঢাকা-২ ও ঢাকা-৩ আসনে মনোনয়নপত্র দাখিল করলেন ১৫ প্রার্থী

ঢাকা-৩ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলীয় মনোনীত প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়।

কেরানীগঞ্জ প্রতিনিধি:: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২ ও ঢাকা-৩ আসনে মোট ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে ঢাকা-২ আসনে তিনজন ও ঢাকা-৩ আসনে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ঢাকা-২ আসনটি কেরানীগঞ্জ উপজেলার শাক্তা, বাস্তা, তারানগর, কালিন্দী, কলাতিয়া, রোহিতপুর ও হযরতপুর ইউনিয়ন এবং সাভার উপজেলার আমিনবাজার, ভাকুর্তা ও তেঁতুলঝোড়া ইউনিয়ন নিয়ে গঠিত। অন্যদিকে ঢাকা-৩ আসন গঠিত দক্ষিণ কেরানীগঞ্জ থানার জিনজিরা, কোন্ডা, শুভাঢ্যা, আগানগর ও তেঘরিয়া ইউনিয়ন নিয়ে।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা উমর ফারুকের কাছে প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র জমা দেন।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ঢাকা-২ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও দলীয় মনোনীত প্রার্থী আমানউল্লাহ আমান, রাওয়া সভাপতি ও জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী কর্নেল (অব.) আব্দুল হক এবং ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম।

এর আগে ঢাকা জেলা জামায়াতের শূরা সদস্য প্রকৌশলী মোহাম্মদ তৌফিক হাসান এই আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তবে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী শেষ মুহূর্তে প্রার্থী পরিবর্তন হওয়ায় তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর বিএনপির প্রার্থী আমানউল্লাহ আমান সাংবাদিকদের বলেন, আগামী জাতীয় নির্বাচনে জনগণ একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করে। সেই নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।

ঢাকা-২ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও দলীয় মনোনীত প্রার্থী আমানউল্লাহ আমান।

জামায়াতের প্রার্থী কর্নেল (অব.) আব্দুল হক বলেন, আমরা ইনসাফ, ন্যায়বিচার ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।

অন্যদিকে ঢাকা-৩ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলীয় মনোনীত প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা জেলা জামায়াতের নায়েবে আমীর ও মনোনীত প্রার্থী অধ্যক্ষ শাহীনুর ইসলাম, বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাজিমউদ্দিন মাস্টার, যুবদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রেজাউল কবির, ঢাকা জেলা (দক্ষিণ) ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লার মা পারুল মোল্লা, ঢাকা জেলা দক্ষিণ ছাত্র অধিকারের সভাপতি সাজ্জাদ আল ইসলাম, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী, সাবেক ছাত্রদল নেতা মনির হোসেন, ইসলামী আন্দোলনের প্রার্থী সুলতান আহমেদ খান, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মোহাম্মদ জাফর, গণসংহতি আন্দোলনের প্রার্থী বাচ্চু ভূঁইয়া ও স্বতন্ত্র প্রার্থী বেলাল হোসেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর গয়েশ্বর রায় বলেন, একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে সরকার, নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোর সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উমর ফারুক বলেন, তফসিল অনুযায়ী আজ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। ঢাকা-২ আসনে তিনজন ও ঢাকা-৩ আসনে ১২ জনসহ মোট ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com