রবিবার, ০৪ জানুয়ারী ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

ঢাকা-২ আসনে আমানসহ ২ জনের মনোনয়ন বৈধ, জামায়াত প্রার্থী আব্দুল হকের মনোনয়ন বাতিল

বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমান

কেরানীগঞ্জ প্রতিনিধি:: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২ আসনে (কেরানীগঞ্জের সাতটি ইউনিয়ন ও সাভারের একাংশ) বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমানসহ অপর এক প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। একই আসনে রাওয়া’র সভাপতি ও জামায়াতের মনোনীত প্রার্থী কর্নেল (অব.) আব্দুল হকের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

আজ শনিবার (৩ জানুয়ারি) ঢাকা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা রেজাউল করিম তাঁর কার্যালয়ে আয়োজিত মনোনয়নপত্র যাচাই-বাছাই সভায় এ সিদ্ধান্ত ঘোষণা করেন।

সভায় রিটার্নিং কর্মকর্তা রেজাউল করিম বলেন, সিআইবির প্রতিবেদন অনুযায়ী তিনি (কর্নেল (অব.) আব্দুল হক) একটি ঋণখেলাপি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, প্রস্তাবক ও সমর্থকের প্রয়োজনীয় তথ্যও মনোনয়নপত্রের সঙ্গে সংযুক্ত ছিল না। এসব কারণে তাঁর মনোনয়নপত্র গ্রহণের সুযোগ নেই। সেজন্য তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে তিনি আপিল করার সুযোগ পাবেন।

বিএনপির মনোনীত প্রার্থী আমানউল্লাহ আমানের উদ্দেশ্যে রিটার্নিং কর্মকর্তা রেজাউল করিম বলেন, শুরুতে আপনার বিরুদ্ধে মামলার তথ্য সম্পর্কিত কাগজপত্রে ঘাটতি ছিল। এখন পুরোটাই আমরা মিলিয়ে নিতে পেরেছি। আপনার মামলা সম্পর্কিত তথ্যের জটিলতা কেটেছে। তাই আপনার মনোনয়ন বৈধ হিসেবে গ্রহণ করা হলো।

রাওয়া’র সভাপতি ও জামায়াতের মনোনীত প্রার্থী কর্নেল (অব.) আব্দুল হক।

মনোনয়ন বাতিলের প্রতিক্রিয়ায় জামায়াতের প্রার্থী কর্নেল (অব.) আব্দুল হক সাংবাদিকদের বলেন, যে প্রতিষ্ঠানটির কথা বলা হয়েছে আমি এর সাথে যুক্ত নই। আমার অজান্তে প্রতিষ্ঠানটির নামে অন্য কেউ ঋণ নিতে পারে।

ঢাকা-২ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১৯ হাজার ২১৫ জন। এ আসনে তিনজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তাঁরা হলেন বিএনপির মনোনীত প্রার্থী আমানউল্লাহ আমান, জামায়াতের মনোনীত প্রার্থী কর্নেল (অব.) আব্দুল হক ও ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম। যাচাই-বাছাই শেষে আব্দুল হক ছাড়া বাকি দুই প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল ২৯ ডিসেম্বর। পরদিন থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কার্যক্রম চলবে ৪ জানুয়ারি পর্যন্ত। মনোনয়নপত্র বাতিল হলে নিয়ম অনুযায়ী আপিলের সুযোগ পাবেন আগ্রহী প্রার্থীরা। বাছাইয়ে বাতিল হওয়া প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল দাখিল করতে পারবেন। আপিল নিষ্পত্তির পর কমিশনের নির্দেশনা অনুযায়ী চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com