শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধিঃ গণসংযোগ ও প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ঢাকা-১ আসনের (দোহার নবাবগঞ্জ) বিএনপি ও জামায়াত ইসলামীর প্রার্থী। তারা সকাল থেকে বিভিন্ন গ্রাম পাড়ামহল্লা ও হাট বাজারে সাধারণ মানুষের কাছে ভোট চেয়ে প্রচারণা শুরু করেছেন।
শনিবার বিকেলে বিএনপি প্রার্থী খন্দকার আবু আশফাক গণসংযোগ করেন নবাবগঞ্জের চন্দ্রখোলা মেলায়। এদিকে জামায়াত প্রার্থী নজরুল ইসলাম দোহারের রাইপাড়ায় হিন্দু মহল্লায় বাড়ি বাড়ি গিয়ে ভোট চেয়ে বেড়ায়।
বিএনপির প্রার্থী খন্দকার আবু আশফাক নেতাকর্মী নিয়ে বিকেল ৫টায় নবাবগঞ্জের চন্দ্রখোলা কালিবাড়ি মেলায় অষ্টকালীন অনুষ্ঠানে যোগদান করেন। এসময় তাঁর সাথে ছিলেন বিএনপির ঢাকা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু। সেখানে তিনি(আশফাক) ধানের শীষের প্রতীকের লিফলেট বিতরণ করে ভোট প্রার্থনা করেন। মেলার প্রতিটি দোকানে ঘুরে ঘুরে কোলাকুলি করে কুশল বিনিময় করেন।

এ সময় খন্দকার আবু আশফাক বলেন, ৭১ সালে যারা এদেশের মা বোনদের তুলে নিয়ে পাকিস্থানীদের হাতে তুলে দিতো তাঁদেরকে বর্জন করতে হবে। তাঁদেরকে ভোট দিলে এ দেশের নারী সমাজ নিরাপত্তাহীনতায় ভুগবে।
তিনি আরো বলেন, চাঁদাবাজি, দখল, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ধানের শীষকে জয়ী করতে হবে। উপজেলার যন্ত্রাইল ইউনিয়ন হিন্দু অধ্যষিত এলাকা। এখানে শতকরা প্রায় ৭০ ভাগ হিন্দু ধর্মের লোক বাস করে। তাঁদের শান্তিুর জন্য বিএনপি সব সময় কাজ করবে। স্বাধীনতার পরাজিত শক্তি নানা হুমকি ধামকি দিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। সকলকে এ বিষয়ে সর্তক থাকতে হবে। ধর্মের দোহাই দিয়ে এ দলটি ৭১ সালের মতো আবারও আগুন সন্ত্রাসে মেতে উঠেছে। এসময় তিনি অনুষ্ঠানে উপস্থিত শত শত নারী ও পুরুষ হাতে ধানের শীষের প্রতীক তুলে দেন।
অপরদিকে জামায়াত ইসলামীর প্রার্থী সকাল থেকেই দোহারের বিভিন্ন গ্রামে ঘুরে দাড়ি পাল্লায় ভোট প্রার্থনা করেন। শনিবার বিকেল সাড়ে ৫টায় রাইপাড়ায় ঋষি মহল্লা ও আশপাশের হিন্দু পরিবারের বাড়ি বাড়ি গিয়ে দাড়ি পাল্লা মার্কায় ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন।

এসময় তিনি বলেন, বিগত দিনে আপনারা অনেককেই ভোট দিয়েছেন। একবারের জন্য জামায়াতকে দেশের ক্ষমতায় আসার সুযোগ দিন। তাহলে সমাজে কোনো অশান্তি বা বিশৃংখলা থাকবে না। নতুন করে কোনো ফ্যাসিবাদ, চাঁদাবাজ দখলদার ও দুর্নীতিবাজ যেন আর এ দেশে মাথা উচু করে দাড়াতে না পারে।