বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৮ অপরাহ্ন
অনলাইন ডেস্ক:: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে আটটি কেন্দ্রে মোট ১৮টি হলের ভোটগ্রহণ হয়েছে। আজ বুধবার সকালে সব হলের ফল এরই মধ্যে ঘোষণা করা হয়েছে। তবে ১৮টির মধ্যে শুধু জগন্নাথ হল বাদে ১৭টিতেই ডাকসুর ফলাফলে ভিপি (সহ-সভাপতি), জিএস (সাধারণ সম্পাদক) ও এজিএস (সহ-সাধারণ সম্পাদক) পদে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন শিবির-সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থীরা।
মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ হয়। তারপর শুরু হয় গণনা। রাত দেড়টার দিকে কেন্দ্রভিত্তিক হলের ফলাফল ঘোষণা শুরু হয়, যা শেষ হতে সকাল হয়ে যায়।
এক নজরে দেখে নেওয়া যাক, ডাকসু ভোটের হিসাবে অনানুষ্ঠানিকভাবে কোন হলে কে কে জয়ী হলেন, তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বীরা কত ভোট পেলেন।
অমর একুশে হল
ঘোষিত ফলাফল অনুযায়ী, কার্জন হল কেন্দ্রে একুশে হলের নির্বাচনে ডাকসুর ভিপি পদে ৬৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন শিবির-সমর্থিত প্যানেলের প্রার্থী সাদিক কায়েম। একই প্যানেল থেকে জিএস পদে এস এম ফরহাদ ৪৬৬ ভোট এবং এজিএস পদে মহিউদ্দিন খান ৫২১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। ভিপি পদে অন্যদের প্রাপ্ত ভোট সংখ্যা হলো: আবদুল কাদের ৩৬, উমামা ফাতেমা ৯০, জামিল খালিদ ১৭, বিন ইয়ামিন মোল্লা ১, আবিদুল ইসলাম খান ১৪১।
জিএস পদে অন্যদের প্রাপ্ত ভোট সংখ্যা হলো: মেঘমল্লার বসু ৮৬, আবু বাকের মজুমদার ১৮৭, মাহিন সরকার ৩, তানভীর বারী হামিম ১৮০। এজিএস পদে অন্যদের প্রাপ্ত ভোট সংখ্যা হলো: মায়েদ ১৪১, তাহমিদ ১০১, এ্যানি ৮, জুবেল ২৪, হাসিব ১২, অদিতি ১০।
সুফিয়া কামাল হল
ভূতত্ত্ব কেন্দ্রের সুফিয়া কামাল হলের কেন্দ্রীয় সংসদের ফলাফলেও ভিপি পদে সাদিক কায়েম, জিএস পদে এস এম ফরহাদ এবং এজিএস পদে মহিউদ্দিন বিপুল ভোটে জয়ী হয়েছেন। ভূতত্ত্ব কেন্দ্রের সুফিয়া কামাল হলে ভিপি পদে প্রাপ্ত ভোট সংখ্যা হলো: সাদিক কায়েম ১২৭০, আবিদুল ইসলাম খান ৪২৩, উমামা ফাতেমা ৫৪৭, শামীম ৪৮৫। জিএস পদে প্রাপ্ত ভোট সংখ্যা: ফরহাদ ৯৬৪, মেঘমল্লার ৫০৭, হা-মিম ৪০২, আরাফাত ৪৯৮, আবু বাকের ২১৬। এজিএস পদে প্রাপ্ত ভোট সংখ্যা: মহিউদ্দিন ১১৩৫, তাহমিদ ৩৫৩, জাবির ১৩০।
ফজলুল হক মুসলিম হল
ভিপি পদে সাদিক কায়েম ৮৪১, আবিদ ১৮১, উমামা ১৫৩, কাদের ৪৭, শামীম ১৪১ ভোট পেয়েছেন। বিপুল ভোটে জয়ী হয়েছেন সাদিক কায়েম। জিএস পদে বিপুল ভোটে জয়ী হয়েছেন ফরহাদ, তার প্রাপ্ত ভোট ৫৮৯। অন্যদের মধ্যে হামিম ২২৮, মেঘমল্লার ৯৯, আবু বাকের ৩৪১ ভোট পেয়েছেন।এজিএস পদে তানভীর আল হাদী মায়েদ ১৮৮, মহিউদ্দিন খান ৭০৫ ও আশরেফা খাতুন ৩৫ ভোট পেয়েছেন। ব্যাপক ব্যবধানে জয়ী হয়েছেন মহিউদ্দিন।
শহীদুল্লাহ হল
ভিপি পদে সাদিক কায়েম ৯৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।অন্যদের মধ্যে আবিদ পেয়েছেন ১৯৯টি ভোট, উমামা ফাতেমা ১৪০ ও বিএন ইয়ামিন মোল্লা ০৬ ভোট পেয়েছেন।জিএস পদে ফরহাদ ৭৭৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। আর বাকের ২৪১, হামিম ২৪৯ ভোট পেয়েছেন।এজিএস পদে মহিউদ্দিন বিপুল ভোটে জিতেছেন। তিনি পেয়েছেন ৮৪৪ ভোট। ১৮৪ ভোট নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মায়েদ।
মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল
ভিপি পদে সাদিক কায়েম ৮৪১ ভোটে বিজয়ী হয়েছেন। অন্যদের মধ্যে আবিদ ১৮১, উমামা ১৫৩, শামীম ১৪১, কাদের ৪৭ ভোট পেয়েছেন।জিএস পদে ফরহাদ ৫৮৯ ভোটে জয়ী হয়েছেন। অন্যদের মধ্যে বাকের ৩৪১ ও হামিম ২২৮টি ভোট পেয়েছেন। এজিএস পদে মহিউদ্দিন বিপুল ভোটে জয়ী হয়েছেন, তিনি পেয়েছেন ৭০৫ ভোট। মায়েদ ১৮৮ ও আশরেফা ৩৫ ভোট পেয়েছেন।
শামসুন্নাহার হল
ভিপি পদে আবিদ ৪৩৪ ও সাদিক কায়েম ১১৪৪ ভোট পেয়েছেন। জিএস পদে মেঘমল্লার ৫১৭, হামিম ৩১২ ও ফরহাদ ৮১৪ ভোট পেয়েছেন। এজিএস পদে মায়েদ ৩৩৬ ও মহিউদ্দিন ৯০৫ ভোট পেয়েছেন। সাদিক, ফরহাদ ও মহিউদ্দিন ব্যাপক ব্যবধানে বিজয়ী হয়েছেন।
জগন্নাথ হল
এই হলে ভিপি পদে সাদিক কায়েম মাত্র ১০ ভোট পেয়েছেন। ছাত্রদলের আবিদ বিপুল ভোটে জয়ী হয়েছেন জগন্নাথ হলে; তিনি পেয়েছেন ১২৭৬ ভোট। অন্যদের মধ্যে উমামা ২৭৮, শামীম ১৭১, ইমি ১১, কাদের ২১ ও মোল্লা ৫ ভোট পেয়েছেন। জিএস পদে ১১৭০ ভোট নিয়ে জয়ী হয়েছেন মেঘমল্লার বসু। ফরহাদ পেয়েছেন মাত্র ৫ ভোট। অন্যদের মধ্যে হামিম ৩৯৮, আরাফাত ১৬৯, বাকের ২৭ ভোট পেয়েছেন। এজিএস পদে ১১০৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন মায়েদ। মহিউদ্দিন পেয়েছেন মাত্র ৭ ভোট। অন্যদের মধ্যে জুবেল ২৪২, রনি ৪০, অদিতি ২৩, আশরেফা ১৪, ইমু ৫৮, আরমান ২০, মুদ্দাসসির ৬৪ ভোট পেয়েছেন।
রোকেয়া হল
ভিপি পদে সাদিক ১৪৭২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। অন্যদের মধ্যে আবিদ ৫৭৫, উমামা ৬১৪, শামীম ৬৮৪, কাদের ৯৮, জামাল ৪৯ ও মোল্লা ১৪ ভোট পেয়েছেন। জিএস পদে ফরহাদ ১১২০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। অন্যদের মধ্যে হামিম ৪৪৭, আরাফাত-৬৬৪, বাকের ২৪১, মেঘমল্লার ৭৮০ ও সাবিনা পেয়েছেন ৪২ ভোট।এজিএস পদে মহিউদ্দিন ১২২৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। আর তাহমিদ ৩৭৫, মায়েদ ৪৭৫ ও আশরেফা ৯৩ ভোট পেয়েছেন।
সার্জেন্ট জহুরুল হক হল
ভিপি পদে সাদিক কায়েম ৮৯৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদ পেয়েছেন ৩১৪ ভোট।জিএস পদে ফরহাদ ৬৭০ ভোটে জয়ী হয়েছেন। অন্যদের মধ্যে বাকের ৮৯ ও হামিম ৪০৯ ভোট পেয়েছেন।এজিএস পদে মহিউদ্দিন ৭০৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। মায়েদ পেয়েছেন ২৮৭ ভোট।
হাজী মুহাম্মদ মুহসীন হল
ভিপি পদে সাদিক ৬৩৩ ভোট পেয়ে জয় পেয়েছেন। এই হলে আবিদ ২৩১, কাদের ৭০, উমামা ৫৬, শামীম ১২৩ ভোট পেয়েছেন।৫০১ ভোট পেয়ে জিএস পদে ফরহাদ জয়ী হয়েছেন। মেঘমল্লার ১০৬ ও হামিম ২৫৮ ভোট পেয়েছেন।এজিএস পদে ৫২৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন মহিউদ্দিন। আর মায়েদ ২০০ ও জুবেল পেয়েছেন ৪০ ভোট।
বিজয় একাত্তর হল
এই হলের ভোটারদের ৯৯১ ভোট পেয়ে জিতেছেন সাদিক। অন্যদের মধ্যে আবিদ পেয়েছেন ২৭৮, শামীম ১৯১; উমামা ১০৪; কাদের ৯৫ ভোট।জিএস পদে ৭৭৯ নিয়ে জয়ী হয়েছে ফরহাদ। হামীম ৪৪২; মেঘমল্লার ১৪৫ ও আরাফাত পেয়েছেন ১৯৪ ভোট।
স্যার এ এফ রহমান হল
এই হলে ভিপি পদে সাদিক ৬০২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। আবিদ পেয়েছেন ১৮৬ ভোট। উমামা ৭৯, শামীম ১২২ ও কাদের পেয়েছেন ৯১ ভোট।জিএস পদে ফরহাদ ৪৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্যদের মধ্যে হামিম ২৪৫, বাকের ৫৪ ও মেঘমল্লার ১৫৭ ভোট পেয়েছেন।এজিএস পদে মহিউদ্দিন জিতেছেন ৬১২ ভোট নিয়ে। মায়েদ পেয়েছেন ১৮৩ ভোট।
সলিমুল্লাহ মুসলিম (এস এম) হল
এই হলে সাদিক ৩০৩ ভোট নিয়ে জয়ী হয়েছেন। আবিদ ১১০; উমামা ৩৪; কাদের ২১; বিন ইয়ামিন মোল্লা ৬ ও শামীম পেয়েছেন ৫০ ভোট।জিএস পদে ফরহাদ ২৩৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। আরাফাত পেয়েছেন ৬৬; মেঘমল্লার ৪১; হামিম ১২৪ ও আবু বাকের ১৮ ভোট।
জসিম উদ্দীন হল
ভিপি পদে ৬৪৭ নিয়ে জয়ী হয়েছেন সাদিক কায়েম। আবিদ ১৮৭, উমামা ৬২, কাদের ৫৫ ও শামীম ৯৪ ভোট ও বিন ইয়ামিন পেয়েছেন ৪ ভোট।জিএস পদে ফরহাদ ৫৪০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। অন্যদের মধ্যে হামীম ২৫৫, মেঘমল্লার ৮১ ও বাকের পেয়েছেন ৬৭ ভোট।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল
এই হলে সাদিক ৭৪২ ভোটে জয়ী হয়েছেন। অন্যদের মধ্যে আবিদ ২২৭ ও জামাল ৪০ ভোট পেয়েছেন।জিএস পদে ফরহাদ ৫৯৫ ভোট নিয়ে জয়ী হয়েছেন। অন্যদের মধ্যে আরাফাত ৩৫৮, মেঘমল্লার ৩১২, হামিম ২২৯ ও বাকের ৯৩ ভোট পেয়েছেন।
বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল
এই হলে ভিপি পদে সাদিক পেয়েছেন ৬২৬ ভোট। অন্যদের মধ্যে কাদের ৪৭, উমামা ২২৬, আবিদ ২১০, শামীম ২৩৩ ভোট পেয়েছেন। জিএস পদে ফরহাদ ৪৫৮ ভোট নিয়ে জয়ী হয়েছেন। অন্যদের মধ্যে আরাফাত ৩২২, বাকের ৬৪, হামিম ১৭৯ ও মেঘমল্লার পেয়েছেন ২৭৫ ভোট।এজিএস পদে সর্বাধিক ভোট পেয়েছেন মহিউদ্দিন, তার ভোট ৫৪৫টি। অন্যদের মধ্যে মায়েদ পেয়েছেন ১৬৮ ভোট।
মাস্টারদা সূর্যসেন হল
ভিপি পদে সাদিক ৭৬৯ ভোট নিয়ে বিজয়ী হয়েছেন। অন্যদের মধ্যে কাদের ৬৪, উমামা ৬৪, বিন ইয়ামিন ১৩, আবিদ ২১০ ও শামীম ১২১ ভোট পেয়েছেন।জিএস পদে ফরহাদ ৫৬৮ পেয়ে জয়ী হয়েছেন। এই পদে মেঘমল্লার ১০৮ ও হামিম ২৮৫ ভোট পেয়েছেন।এজিএস পদে মহিউদ্দিন ৬২৪, মায়েদ ১৯৪ ও মুদাসসীর ১০৪, জীম ১১৩ ও আশরেফা ২৭ ভোট পেয়েছেন।
শেখ মুজিবুর রহমান হল
ভিপি পদে সাদিক ৮৪২ ভোটে জয় পেয়েছেন। আর কাদের ৬৭ ও উমামা ৬৯ ভোট পেয়েছেন। জিএস পদে ফরহাদ ৬৮৩ ভোটে জয়ী হয়েছেন। মেঘমল্লার ১২৪, বাকের ৮১ ও হামিম ৩০৭ ভোট পেয়েছেন।এজিএস পদে ৬৭০ ভোট নিয়ে জয়ী হয়েছেন মহিউদ্দিন।
কেন্দ্র এবং ভোটগ্রহণ কক্ষসমূহ
এবার ডাকসু ও হল সংসদ নির্বাচনে আটটি কেন্দ্রে বিভিন্ন আবাসিক হলের শিক্ষার্থীদের ভোটগ্রহণ করা হয়েছে। এসব কেন্দ্রে একাধিক ভোটগ্রহণ কক্ষ রাখা হয়। কার্জন হল কেন্দ্রে ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের ভোটগ্রহণ কক্ষ রাখা হয় কার্জন হল পরীক্ষা কেন্দ্র, অমর একুশে হলের ভোট নেওয়া হয় দ্বিতীয় তলার গ্যালারিতে, ফজলুল হক মুসলিম হলের ভোট গ্রহণ করা কার্জন হল পরীক্ষা কেন্দ্রে।
শারীরিক শিক্ষা কেন্দ্রে জগন্নাথ হলের ভোট নেওয়া হয় ইনডোর গেমস রুমে, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ভোট গ্রহণ করা ইনস্ট্রুমেন্ট রুমে, সলিমুল্লাহ মুসলিম হলের ভোট নেওয়া হয় ইনডোর গেমস রুমে।
ছাত্র-শিক্ষক কেন্দ্রে রোকেয়া হলের ভোট নেওয়া ক্যাফেটেরিয়া ও গেমস রুমে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্রে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের ভোট নেওয়া হয় মেঘনা গেমস রুম ও পদ্মা গেমস রুমে, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের ভোট গ্রহণ করা হয় শিক্ষক লাউঞ্জ ও সুরমা গেমস রুমে।
সিনেট ভবন কেন্দ্রে স্যার এ এফ রহমান হলের ভোট নেওয়া হয় সেমিনার রুমে, হাজী মুহম্মদ মুহসীন হলের ভোট গ্রহণ করা হয় অ্যালামনাই ফ্লোরে, বিজয় একাত্তর হলের ভোট নেওয়া হয় ডাইনিং রুমে।
উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র সূর্যসেন হলের ভোট গ্রহণ করা হয় পশ্চিম পাশের দ্বিতীয় তলার ২০৩, ২০৪ ও ২০৫ নম্বর কক্ষে, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ভোট নেওয়া হয় নিচতলার সেমিনার কক্ষে, শেখ মুজিবুর রহমান হলের ভোট হয় মাঝখানের সিঁড়ির দ্বিতীয় তলায়, কবি জসীম উদদীন হলের ভোট নেওয়া হয় মাঝখানের সিঁড়ির দ্বিতীয় তলায়।
ভূতত্ত্ব বিভাগ কেন্দ্রের নিচতলায় ভোট গ্রহণ করা হয় কবি সুফিয়া কামাল হলের ভোটারদের। ইউ ল্যাব স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের নিচতলায় ভোট নেওয়া হয় শামসুন নাহার হলের ভোটারদের।
এবার ৩৭তম ডাকসু নির্বাচন হলো। এবারের নির্বাচনে ছাত্র-ছাত্রী মিলে মোট ভোটার ছিলেন ৩৯ হাজার ৭৭৫ জন। নির্বাচন কমিশন জানিয়েছে, এবার ভোট পড়েছে ৭৮ দশমিক ৩৩ শতাংশ।