মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৯ অপরাহ্ন
বিশ্ববিদ্যালয় রিপোর্টারঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টায় এ ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলবে টানা বিকাল ৪টা পর্যন্ত। এর আগে ৭ টা ৩০ মিনিটে সাংবাদিকদের উপস্থিতিতে ভোটের বাক্স প্রদর্শন করে সিলগালা করে দেয়া হয়।
এবারের ডাকসু নির্বাচনে মোট ৮টি কেন্দ্র ও ৮১০টি বুথ রয়েছে। কার্জন হল কেন্দ্রে ড. মুহম্মদ শহীদুল্লাহ হল, অমর একুশে হল, ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা ভোট দেবেন। একইভাবে শারীরিক শিক্ষা কেন্দ্রে জগন্নাথ হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও সলিমুল্লাহ মুসলিম হল। ছাত্র-শিক্ষক কেন্দ্রে রোকেয়া হল।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্রে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল। সিনেট ভবন কেন্দ্রে স্যার এ এফ রহমান হল, হাজী মুহম্মদ মুহসীন হল ও বিজয় একাত্তর হল।
উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সূর্যসেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, শেখ মুজিবুর রহমান হল ও কবি জসীম উদদীন হল। ভূতত্ত্ব বিভাগ কেন্দ্রে কবি সুফিয়া কামাল হল। ইউল্যাব স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র শামসুন নাহার হলের শিক্ষার্থীরা ভোট দেবেন।
উল্লেখ্য, এ নির্বাচনের কেন্দ্রীয় সংসদে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে ভিপি পদে লড়ছেন ৪৫ জন। সর্বশেষ প্রকাশিত ভোটার তালিকায় নাম রয়েছে ৩৯ হাজার ৬৩৯ জনের।