মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৯ অপরাহ্ন
অনলাইন ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন চলছে। মঙ্গলবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণের শুরুতেই কেন্দ্রগুলোতে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বিশেষ করে ছাত্রীদের কেন্দ্রগুলোতে সকাল থেকে দীর্ঘ সারি দেখা যায়।
ডাকসু নির্বাচনে ক্যাম্পাসের আটটি কেন্দ্রে ভোটগ্রহণ করা হচ্ছে। তার মধ্যে চারটিতে ভোট দিচ্ছেন ছাত্ররা। আর ছাত্রীদের পাঁচটি হলের ভোটাররা বাকি চারটি কেন্দ্রে ভোট দিচ্ছেন। ভূতত্ত্ব বিভাগ কেন্দ্রে ভোট দিচ্ছেন কবি সুফিয়া কামাল হলের ভোটাররা। সকাল ৯টার দিকে কেন্দ্রটিতে ছাত্রীদের দীর্ঘ সারি দেখা যায়। এছাড়া একই চিত্র দেখা গেছে অন্য কেন্দ্রগুলোতেও।