মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ১০:৫৮ পূর্বাহ্ন

টাকা না দেওয়ায় ছেলের হাতে মা খুন

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে জমানো ৫৪ হাজার টাকা না দেওয়ায় ছবি খাতুন (৪৮) নামে এক নারী ছেলের হাতে খুন হয়েছেন।

বৃহস্পতিবার (০৪ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার আধাইপুর ইউনিয়নের দেউলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।ছবি খাতুন উপজেলার দেউলিয়া গ্রামের বাবুল মন্ডলের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৫টায় দেউলিয়া গ্রামের কৃষক হাফেজ আলী ক্ষেতে ধান দেখতে গিয়ে ছবির মরদেহ দেখতে পায়। সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি গ্রামবাসীকে জানায়। এলাকাবাসী তাৎক্ষণিক বিষয়টি থানায় জানালে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

তারা আরও জানায়, বাবলু মন্ডলের নেশাগ্রস্ত ছেলে সবুজ হোসেন (২০) তার মায়ের জমানো ৫৪ হাজার টাকা চায়। মা দিতে রাজি না হলে শ্বাসরোধ করে হত্যা করে টাকা নিয়ে পালিয়ে যায়।

নিহতের স্বামী বাবলু মন্ডল বলেন, বেশ কিছু দিন আগে ৫৪ হাজার টাকায় একটি গরু বিক্রি করি। সেই টাকা আমার স্ত্রীর কাছে জমা ছিল। ৫-৬ দিন থেকে আমার ছেলে সবুজ সেই টাকা চেয়েছিল। টাকা না দেওয়ায় মাকে খুন করবে বলে হুমকি দিয়ে আসছিল। এমনকি আমাকেও নানাভাবে চাপ দিচ্ছিল টাকা নেওয়ার জন্য।

তিনি আরও বলেন, আমার ছেলে নেশা করত। এ কারণে সে অনেকবার টাকা চুরিও করেছে। বার বার বুঝিয়েছি নেশা না করতে কিন্তু কোনো কথা শুনত না। উল্টো আমাদের গালিগালাজ করত। ভয়ে এবং লজ্জায় তেমন কিছু বলতে পারতাম না।

তিনি বলেন, আমার ছেলের ভয়ে ৫৪ হাজার টাকা বাড়িতে না রেখে আমার স্ত্রী কোমরে রেখে বড়ির পাশে মাঠে ঘাস নেওয়ার জন্য যায়। টাকার জন্য বাড়ি থেকে পিছু নিয়ে মাঠে যায় সবুজ। সে সময় আমি বাড়িতে ছিলাম। মাঠে ছেলে তার মাকে খুন করে টাকা নিয়ে গেছে।

স্থানীয় খালেক হোসেন ও আতাউর হোসেন জানান, সবুজ দীর্ঘ দিন ধরে নেশা করে আসছে। নেশার টাকার জন্য মাঝে মাঝে বাড়িতে বাবা-মায়ের সঙ্গে ঝগড়া করত। এমনকি বাবা-মাকে মারধরও করত। সবুজ নেশা করাতে আমরা প্রতিবেশীরা আতঙ্কে থাকতাম। তার চলাফেরা এবং আচরণ স্বাভাবিক ছিল না।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম বলেন, ঘটনাটি জানার পর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে ছবি বেগমকে। ঘটনার পর থেকে নিহতের ছেলে পলাতক রয়েছে। ধারণা করা হচ্ছে, তার ছেলে ঘটনাটি ঘটিয়ে থাকতে পারে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাত ৮টার দিকে নওগাঁ ২৫০ শয্যা জেলারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় মামলা হয়নি। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com