শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

টাইপকাস্ট হতে চান না তৃপ্তি

তৃপ্তি দিমরি। ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক:: আবারও খবরের শিরোনামে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তৃপ্তি দিমরি। সোশ্যাল মিডিয়ায় ফের ভাইরাল হয়েছে তার বহু আগের একটি প্রোমোশনাল ভিডিও, যেখানে কথা বলতে বলতে হঠাৎই তাকে যৌন সম্পর্ক নিয়ে প্রশ্ন করতে দেখা যায়, আর এই এক বাক্যেই যেন আলোচনার জন্ম দেয় নেটপাড়ায়।

এক সাক্ষাৎকারে তিনি নিজেই স্বীকার করেন, সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কথা বলতে পছন্দ করেন না তিনি কিন্তু প্রকাশিত ভিডিওতে গোপনে নাকি বেশ গসিপ করেছেন তিনি।

সেই প্রোমোশনাল ভিডিওতে বন্ধু-বান্ধবকে ফোন করে তাদের প্রেম, শারীরিক সম্পর্ক সবই খুঁটিয়ে জানতে চান তিনি। প্রচারের স্বার্থে তৈরি হওয়া ভিডিও হলেও বিষয়টি নিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায় চারদিকে।

এটাই প্রথম নয়। এর আগেও তৃপ্তিকে পড়তে হয়েছে অস্বস্তিকর পরিস্থিতিতে বিশেষ করে তার নগ্ন দৃশ্য নিয়ে যখন পরিবারেই চলে আলোচনা। তা সত্ত্বেও অ্যানিমেল-খ্যাত এই অভিনেত্রী আজ ব্যস্ত নিজের অবস্থান মজবুত করতে। মাত্র ২০ মিনিটের উপস্থিতিতেই রণবীর কাপুরের সঙ্গে তার রোম্যান্স ঝড় তোলে পর্দায়। যেখানে ছবির মুখ্য চরিত্র রাশমিকা মান্দানাকে ঘিরেই ছিল আগের সব প্রচার। ছবি মুক্তির পর যেন সব আলো সরে গিয়ে এসে পড়ে তৃপ্তির ওপর।

তবু নিজের পথ নিজের মতো করে বেছে নিতে চান তিনি। একাধিক সাক্ষাৎকারে তৃপ্তি জানিয়েছেন, তিনি টাইপকাস্ট হতে চান না। বোল্ড চরিত্রের প্রস্তাব যত বাড়ছিল, ততই নাকি তিনি সিদ্ধান্ত বদলান। ঠিক করেন, বিভিন্ন ধরনের চরিত্রেই নিজেকে খুঁজে নিতে চান তিনি। যদিও আজও তার করা বেশির ভাগ চরিত্রই বোল্ড অবয়বেই সীমাবদ্ধ।

বলিউডে নিজের অবস্থান সুদৃঢ় করার লড়াইয়ের মাঝেই পুরোনো ভিডিওর বিতর্কে ফের ঘনিয়ে এল নতুন শোরগোল। এখন সময়ই বলবে, তৃপ্তি দিমরি পরবর্তী অধ্যায় কোন দিকে মোড় নেয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com