শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধি॥ ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে ৩ জামায়াত কর্মীসহ ৪৪ জন গ্রেফতার হয়েছে।
মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান, জেলা ব্যাপী মাদক ও নাশকতা বিরোধী বিশেষ অভিযান চালানো হচ্ছে। এর অংশ হিসেবে মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত সদর থেকে ১৬, শৈলকুপা থেকে ৮ জন, হরিণাকুন্ডু থেকে ৩, কালীগঞ্জ থেকে ৪, কোটচাঁদপুরে ৩ জামায়াত ও মহেশপুরে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বেশ কিছু মাদকদ্রব্য। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আছে বলে জানিয়েছে পুলিশ।