বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

ঝিনাইদহে ইজিবাইক চাপায় শিশু নিহত

ঝিনাইদহ প্রতিনিধি॥ ঝিনাইদহে ইজিবাইক চাপায় সাব্বির হোসেন (৯) নামের এক শিশু নিহত হয়েছে।

মঙ্গলবার (৯ অক্টোবর) সকাল ১০টার দিকে পূর্বকৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাব্বির হোসেন ঐ গ্রামের ডাবলু মন্ডলের ছেলে।

ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, মঙ্গলবার সকালে শিশু সাব্বির বাড়ির পাশের রাস্তায় খেলা করছিল। এ সময় একটি দ্রুতগামী ইজিবাইক তাকে চাপা দিলে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com