বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

ঝিনাইদহে আঁখ চাষীদের বকেয়া পাওনা আদায়ের দাবিতে স্মারকলিপি পেশ

ঝিনাইদহ প্রতিনিধি::

ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ সুগার মিলে আঁখ চাষীদের বকেয়া পাওনা আদায়ের দাবিতে স্বারকলিপি পেশ করেছেন আখঁচাষীরা।

সোমবার সকালে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এ স্মারকলিপি পেশ করেন তারা।

এসময় মোবারকগঞ্জ চিনিকল আখচাষী কল্যাণ সমিতির সভাপতি জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মন্টু, কৃষক মিজানুর রহমান, মনিরুজ্জামান স্বপন, আক্কাস আলী, আলি আকবর মালিতা, রমজান আলী, আব্দুস সাত্তারসহ অন্যানরা উপস্থিত ছিলেন।

কৃষক নেতারা বলেন, চলতি অর্থ বছরে কালীগঞ্জের প্রায় সাড়ে ৫ হাজার আখচাষী মিলের কাছে ২০ কোটি টাকা পাবেন। দ্রুত এ টাকা পরিশোধ করার দাবি জানান তারা। এছাড়াও তারা চিনি শিল্পের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানকেও অপসারণের দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com