সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: ঢাকা-১ আসনে (দোহার-নবাবগঞ্জ) জামায়াত প্রার্থীর দ্বৈত নাগরিকত্বের বিষয়ে বৈধতা চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনে আপীল করেছে লেবার পার্টির প্রার্থী শেখ মোহাম্মদ আলী। গত ৯ জানুয়ারি এ আপীল করেন তিনি। আগামী ১৭ তারিখে আপীল শুনানীর দিন ধার্য্য করেছে বলে জানান গেছে।
আজ সোমবার (১২ জানুয়ারী) বিষয়টি সকলের মধ্যে জানাজানি হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছড়িয়ে পড়ে। এ নিয়ে দোহার ও নবাবগঞ্জে বেশ আলোড়ন তৈরী হয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, লেবার পার্টির প্রার্থী শেখ মোহাম্মদ আলী তার প্রতিপক্ষ একই আসনের জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলামের যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগের বিষয়ে বৈধতা চ্যালেঞ্জ করে আপীল করেছে। আপীল নম্বর ৬০১/২০২৬। আগামী ১৭ জানুয়ারি এ বিষয়ে শুনানীর দিন ধার্য্য করা হয়েছে।
এ বিষয়ে লেবার পার্টির প্রার্থী শেখ মোহাম্মদ আলী বলেন, জামায়াত প্রার্থী নজরুল ইসলাম যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগ করেছে এ মর্মে কোনো প্রমাণ হাজির করেনি। তাঁর মনোনয়নপত্রের সাথে এমন কোনো তথ্যযুক্ত কাগজ নেই। এ বিষয়ে আপত্তি জানিয়ে তিনি প্রার্থীতা বাতিলের জন্য আপীল করেছেন।
আপীলের বিষয়ে জামায়াত ইসলামীর প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, তিনি আজ সোমবার এ ঘটনা শুনেছেন। তবে একটি মহল নির্বাচনী প্রক্রিয়াকে বির্তকিত করতে এসব করছে। কারা এ খেলা খেলছে তা তিনি ভালো করেই জানেন। লেবার পার্টির প্রার্থীকে দিয়ে জামায়াতের প্রতিপক্ষ একটি দল এ কাজ করেছে। তবে তিনি নিয়ম মেনেই নাগরিকত্ব ত্যাগের আবেদন করেছেন বলে দাবি করেন। বাকিটা যুক্তরাজ্য ও সেই দেশের আইনে যা হবার তাই হবে।