বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ১০:৩০ অপরাহ্ন

জামায়াতের নিবন্ধন ফিরে পেতে আপিল শুনানি চলছে

জামায়াতের নিবন্ধন ফিরে পেতে আপিল শুনানি চলছে

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে আপিল শুনানি শুরু হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) সকাল ১০টা থেকে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে শুনানি চলছে।

জামায়াতের পক্ষে শুনানি করছেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক। তাকে সহযোগিতা করছেন ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিক, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, ব্যারিস্টার নাজিব মোমেন।

এর আগে ১২ মার্চ থেকে জামায়াতের নিবন্ধন ফিরে পেতে আপিল শুনানি শুরু হলেও পরে সেটি আর অগ্রসর হয়নি।

উল্লেখ্য, ২০২৩ সালের ২২ অক্টোবর আপিল বিভাগ জামায়াতের খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করে দেন। ফলে দলটির নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ার আইনি পথ উন্মুক্ত হয়।

জামায়াতের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার এহসান এ সিদ্দিকী ও অ্যাডভোকেট শিশির মনির। রিটকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট অন রেকর্ড আলী আজম।

এর আগে ২০১৩ সালের ১ আগস্ট হাইকোর্ট এক রায়ে জামায়াতের নিবন্ধন বাতিল ঘোষণা করেন। ২০১৮ সালের ৭ ডিসেম্বর নির্বাচন কমিশন প্রজ্ঞাপন দিয়ে দলটির নিবন্ধন বাতিল করে। এরপর জামায়াত আপিল করলেও ২০২৩ সালের নভেম্বরে প্রধান আইনজীবীর অনুপস্থিতির কারণে আপিল বিভাগ সেটি ‘ডিসমিস ফর ডিফল্ট’ হিসেবে খারিজ করেন।

এরপর বৈষম্যবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে ২০২৩ সালের ১ আগস্ট সরকার জামায়াত ও ছাত্রশিবিরসহ সংশ্লিষ্ট অঙ্গ সংগঠনগুলোকে নিষিদ্ধ ঘোষণা করলেও ২৮ আগস্ট সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com