রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
জামায়াতের নিবন্ধন ফিরে পেতে আপিল পুনরুজ্জীবিতের আবেদন মঞ্জুর নিজস্ব প্রতিবেদক:: জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল বিষয়ে খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করার আবেদন মঞ্জুর করেছেন আপিল বিভাগ।
মঙ্গলবার (২২ অক্টোবর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।
এর ফলে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ও দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ফিরে পেতে জামায়াতের আইনি লড়াই করার পথ খুলল।
এর আগে বিচারপতি মো. আশফাকুল ইসলামের চেম্বার আদালতে বিষয়টি উপস্থাপন করা হলে তা আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য দিন ধার্য করে দেন তিনি।
গত বছরের ১৯ নভেম্বর জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রাখেন আপিল বিভাগ।
ওই সময় প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ৬ সদস্যের আপিল বেঞ্চ নিবন্ধন বাতিল সংক্রান্ত লিভ টু আপিল খারিজ করে দেন।
প্রসঙ্গত, একটি রিট আবেদন নিষ্পত্তি করে ২০১৩ সালের ১ আগস্ট জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। পরে একই বছরের ২ নভেম্বর পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলে জামায়াতে ইসলামী লিভ টু আপিল করে।