শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

জামায়াতের উন্নয়নের নজির নেই :মির্জা ফখরুল

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:: বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াত কখনো সরকারে গিয়ে নিজ নির্বাচনী এলাকায় দৃশ্যমান কোনো উন্নয়ন করেনি। তিনি বলেন, বিএনপি একটি পরীক্ষিত দল মানুষের পাশে থেকে কাজ করার অভিজ্ঞতা রয়েছে এই দলের।

শুক্রবার বিকেলে সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের শোল টহরী বাজারে নির্বাচনী গণসংযোগ ও পথসভায় এসব কথা বলেন তিনি। বিকেল তিনটা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে স্থানীয় ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, উন্নয়ন একমাত্র ধানের শীষই করতে পারে। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আদর্শের সৈনিক। আমরা সেই দল যাদের আপন ভেবে মানুষ কাঁদে।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন। একটি দল দাড়িপাল্লা প্রতীক নিয়ে ভোট চাইতে আসছে। তারা কখনো সরকারে গিয়ে আপনাদের জন্য কী কাজ করেছে একবার ভেবে দেখুন। আমরা ভোট চেয়েছি, আপনারা ভোট দিয়েছেন, আমরা সরকারে গিয়ে আপনাদের জন্য কাজ করেছি। অতীত সরকারের উন্নয়নের উদাহরণ তুলে ধরে মির্জা ফখরুল বলেন, বিএনপি ছাড়া এই দেশকে এগিয়ে নেওয়ার মতো বিকল্প কোনো শক্তি এখন নেই। তাই সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

সভায় উপস্থিত ভোটারদের উদ্দেশে প্রশ্ন রেখে তিনি বলেন, গত ১৫ বছরে আপনারা কি কেউ নিজের ভোট দিতে পেরেছেন? এ সময় উপস্থিত অনেকে একযোগে জানান, তাঁরা ভোট দিতে পারেননি। মির্জা ফখরুল বলেন, ভোটের আগের রাতেই ভোট হয়ে যেত এই ছিল গত পনেরো বছরের ইতিহাস। তিনি আরও বলেন, এখন একটি নতুন সুযোগ এসেছে। শেখ হাসিনা চলে গেছেন। তবে যারা তাঁকে সমর্থন করেছিল, তারা যেন অকারণে বিপদে না পড়ে আমরা সেটা চাই না। যারা নির্দোষ, তাদের পাশে বিএনপি থাকবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে উন্নয়নের অঙ্গীকার করে বিএনপি মহাসচিব বলেন, আমার এলাকায় হিন্দু-মুসলমান, বৌদ্ধ-খ্রিষ্টান সবাই একসঙ্গে বসবাস করে। আমরা সবাইকে সমান নিরাপত্তা দিতে চাই, একসঙ্গে কাজ করতে চাই।

পথসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com