বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০৪:১৩ পূর্বাহ্ন
যশোর প্রতিনিধিঃঃ
যশোর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জাবির হোটেল ইন্টারন্যাশনাল প্রথম বিভাগ ক্রিকেট লীগর ২২ ফেব্রুয়ারী বৃহস্পতিবারের ম্যাচে জয় পেয়েছে গ্রীণ ডায়মন্ড ক্লাব। যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে তারা ইলেভেন স্টারকে ৭ উইকেটের ব্যবধানে পরাজিত করে এ জয় তুলে নেয়।
ম্যাচে গ্রীণ ডায়মন্ড টসে জিতে ইলেভেন স্টারকে ব্যাট করার আমন্ত্রন জানালে তারা মাঠে নেমে ২৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৮৪ রান করে। দলের পক্ষে মেহেদী ৩৯ বল খেলে ৮টি বাউন্ডারি মাধ্যম্যে ৩৯ রান উপহার দেয় দরকে। এছাড়া দলের পক্ষে আর কেউ দড়াতে পারেনি ২২ গজের মধ্যে। গ্রীণ ডায়মন্ডের তপু ৫টি এবং নাইম ৩টি উকেট পান। জবাবে গ্রীণ ডায়মন্ড জয়ের লক্ষে মাঠে নেমে ১৪ ওভার খেলে ৩ উইকেট হারিয়ে পৌছে যায় জয়ের দ্বার প্রান্তে ।