সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৩ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরু পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। রোববার (৭ সেপ্টেম্বর) দেশটির গণমাধ্যম এনএইচকে ওয়ার্ল্ড এ খবর জানিয়েছে।
গত বছরের অক্টোবরে ইশিবা প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। দায়িত্ব নেওয়ার সময় তিনি মুদ্রাস্ফীতি মোকাবিলা এবং নিজের দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-তে সংস্কারের অঙ্গীকার করেছিলেন। তবে দায়িত্ব নেওয়ার এক বছরেরও কম সময়ের মধ্যে রাজনৈতিক সমীকরণ তার বিপক্ষে যায়।
প্রথমে সংসদের নিম্নকক্ষে এলডিপি ও তাদের জোটসঙ্গী কোমেইতো সংখ্যাগরিষ্ঠতা হারায়। এর পর জুলাইয়ে উচ্চকক্ষেও একই পরিস্থিতি তৈরি হয়। এতে ইশিবার নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠে এবং তিনি দলের ভেতরে প্রবল সমালোচনার মুখে পড়েন।
সপ্তাহখানেক আগে ইশিবার পদত্যাগ নিয়ে জল্পনা ছড়ালেও তখন তিনি তা নাকচ করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত দলীয় চাপ ও সম্ভাব্য ভাঙন এড়াতে পদত্যাগের সিদ্ধান্ত নিলেন তিনি।
আগামীকাল সোমবার এলডিপিতে বিশেষ নেতৃত্ব নির্বাচন হওয়ার কথা রয়েছে। তার আগেই ইশিবার সরে দাঁড়ানোকে দলীয় সংকট মোকাবিলার কৌশল হিসেবে দেখা হচ্ছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, দলের ভেতরে বিভক্তি ঠেকাতেই এই সিদ্ধান্ত নিয়েছেন ইশিবা।