শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৩ পূর্বাহ্ন

জাতীয় নির্বাচন: ১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরীর স্বাক্ষরিত এক চিঠিতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে:

১ নভেম্বর ভোটার তালিকার খসড়া প্রকাশ করা হবে। ১৬ নভেম্বর পর্যন্ত দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন গ্রহণ করা হবে। ১৭ নভেম্বর এসব দাবি-আপত্তির নিষ্পত্তি করা হবে। ১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

বর্তমানে দেশে মোট ভোটার ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫৯৪ জন। এর মধ্যে:

পুরুষ ভোটার: ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন

নারী ভোটার: ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন

হিজড়া ভোটার: ১,২৩০ জন

ইসি কর্মকর্তারা জানান, ভোটার তালিকা হালনাগাদ ও সঠিকভাবে প্রণয়নের মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে কমিশন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com