সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

জাতীয় দলে প্রত্যাবর্তনের পথে হাঁটছেন নেইমার

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক:: নেইমার দ্য সিলভা জুনিয়র বাম হাঁটুর অস্ত্রোপচারের পর নতুন করে ফেরার প্রস্তুতি শুরু করেছেন। গত ২২ ডিসেম্বর সফলভাবে সার্জারি সম্পন্ন হওয়ার পর পুনর্বাসন প্রক্রিয়ায় ঢুকে পড়েছেন ব্রাজিলের সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার। ধীরে, কিন্তু পরিকল্পিতভাবেই জাতীয় দলে প্রত্যাবর্তনের পথে হাঁটছেন তিনি।

৩৩ বছর বয়সী নেইমারের মূল লক্ষ্য ২০২৬ বিশ্বকাপ। তবে বাস্তবতা সম্পর্কে পুরোপুরি সচেতন এই ফরোয়ার্ড জানেন, টুর্নামেন্টের শুরুতে একাদশে না-ও থাকতে পারেন তিনি। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘ইউওএল এসপোর্তে’ এর প্রতিবেদনে বলা হয়েছে, প্রয়োজনে ‘সুপার সাব’ হিসেবেও ভূমিকা নিতে প্রস্তুত নেইমার। বেঞ্চ থেকে নেমে নিজের অভিজ্ঞতা, নেতৃত্ব আর সৃষ্টিশীলতায় দলের ভারসাম্য বদলে দেওয়াকেই তিনি দেখছেন বড় অবদান হিসেবে।

জাতীয় দলের জার্সিতে নিয়মিত শুরুর একাদশে থাকার চাপ নয়, বরং দলের প্রয়োজনে নিজেকে মানিয়ে নেওয়াই এখন নেইমারের ভাবনায়। তরুণদের ভিড়ে তার অভিজ্ঞ উপস্থিতি যে বড় শক্তি হয়ে উঠতে পারে, সেটিও ভালোভাবেই বোঝেন তিনি।

এদিকে ক্লাব ক্যারিয়ারেও স্থিরতা রয়েছে নেইমারের। সান্তোসের সঙ্গে তার বর্তমান চুক্তি রয়েছে ২০২৬ সালের শেষ পর্যন্ত। ফলে আসন্ন বিশ্বকাপ ঘিরে ব্রাজিলিয়ান শিবির চাইছে, পুরো টুর্নামেন্ট জুড়েই নেইমারের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে।

চোট, সমালোচনা আর অনিশ্চয়তার মাঝেও নেইমারের এই মানসিক পরিণতিই ইঙ্গিত দিচ্ছে; ফেরাটা হয়তো আগের মতো ঝলমলে নাও হতে পারে। তবে ব্রাজিলের স্বপ্নযাত্রায় তিনি থাকতে চান অন্যরকম এক গুরুত্বপূর্ণ ভূমিকায়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com