সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ১১:৩১ অপরাহ্ন
জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি॥ লালমনিরহাট সদর উপজেলায় জমি জমার বিরোধকে কেন্দ্র করে আপন বড় ভাইসহ ভাতিজাদের হামলায় গুরুতর জখম হয়েছেন ছোট ভাই আব্দুল মতিন (৪৮)। তিনি বর্তমানে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (১৭ আগস্ট) রাত ১০টার দিকে সদর উপজেলার হারাটি ইউনিয়নের তালুক হারাটি (বরণতল) এলাকায় ঘটনাটি ঘটেছে।
স্থানীয়রা জানায়, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে ছোট ভাই আব্দুল মতিনের সাথে বড় ভাই সিরাজুল ইসলাম (৫২) ও দুলাল মিয়ার ওরফে ইসরাইল (৫৫) মধ্যে শত্রুতা চলে আসছিল।
আহত আব্দুল মতিন অভিযোগ করেন, হামলার আগেও বড় ভাই সিরাজুল ও দুলালের পক্ষ থেকে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ কারণে পূর্বেও তিনি সিরাজুল ইসলাম ও দুলাল মিয়ার নামে লালমনিরহাট সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। কিন্তু রোববার রাত ১০টার দিকে তার বড় ভাই সিরাজুল ও দুলাল মিয়া এবং তার ভাতিজা মো. ওমর ফারুক (২৬), ফরিদুল ইসলাম (২৪) ও রিফাত (২০) ধারালো অস্ত্র নিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে তার উপর হামলা চালায়। বর্তমানে তিনি লালমনিরহাট সদর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
স্থানীয়রা জানায়, হামলার সময় আব্দুল মতিন নিজেকে রক্ষা করার চেষ্টা করলেও তিনি গুরুতর জখম হন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়।
লালমনিরহাট সদর থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী জানান, অভিযোগ পাওয়া হয়েছে, অভিযোগের ভিত্তিতে হামলাকারীদের চিহ্নিত ও গ্রেফতারের চেষ্টা চলছে। তিনি আরও বলেন, ঘটনার প্রকৃত কারণ, জখমের মাত্রা ও অভিযুক্তদের ভূমিকা নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।